ঢাকাকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি হিসেবে দেখতে চাই : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৪৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
  • / ১৫৭ Time View

বিশেষ প্রতিনিধি:

রাজধানী ঢাকাকে সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ১৫ জানুয়ারির মধ্যে সামগ্রিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে সিটি করপোরেশনের দুই মেয়রসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নিজস্ব অর্থায়নে যদি পদ্মা সেতু নির্মাণ করতে পারি, তাহলে ঢাকাকেও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকাকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি হিসেবে দেখতে চাই।’

ওবায়দুল কাদের আজ রোববার সকালে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভায় এ কথা বলেন। তিনি তাঁর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

দেশের উন্নয়ন ও অর্জনের সঙ্গে ঢাকা শহরের চেহারার কোনো মিল নেই   উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ঢাকাকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি হিসেবে দেখার জন্য যা যা করার, সবই করবে সরকার।’ ওবায়দুল কাদের ঢাকার দুই মেয়রকেও এ বিষয়ে বাস্তব সম্মত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

নিউমার্কেট মোড় ও পল্লবীসহ শহরের বিভিন্ন এলাকায় ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা বন্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতা নিয়ে দুই মেয়রকে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘ফুটপাত উদ্ধারের কার্যক্রমও জোরদার করতে হবে।’

মন্ত্রী রুট পারমিটের বিষয়ে বিদ্যমান আইন-বিধি পর্যালোচনা করে নতুন প্রস্তাব তৈরির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন, ‘নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) কাজ দ্রুত শেষ করে জন ভোগান্তি কমাতে হবে।’

যারা মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং কোনোভাবেই রাজনৈতিক বিবেচনা এ ক্ষেত্রে আনা যাবে না বলেও জানান ওবায়দুল কাদের। গাড়িতে অবৈধভাবে যারা হুটার ব্যবহার করে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

এ সময় ভার্চুয়াল প্লাটফর্মে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের  (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, নারায়ণগঞ্জ ও গাজীপুরের দুই মেয়র, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু সচিব বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

ঢাকাকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি হিসেবে দেখতে চাই : ওবায়দুল কাদের

Update Time : ১১:৪৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০

বিশেষ প্রতিনিধি:

রাজধানী ঢাকাকে সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ১৫ জানুয়ারির মধ্যে সামগ্রিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে সিটি করপোরেশনের দুই মেয়রসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নিজস্ব অর্থায়নে যদি পদ্মা সেতু নির্মাণ করতে পারি, তাহলে ঢাকাকেও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকাকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি হিসেবে দেখতে চাই।’

ওবায়দুল কাদের আজ রোববার সকালে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভায় এ কথা বলেন। তিনি তাঁর বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

দেশের উন্নয়ন ও অর্জনের সঙ্গে ঢাকা শহরের চেহারার কোনো মিল নেই   উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ঢাকাকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি হিসেবে দেখার জন্য যা যা করার, সবই করবে সরকার।’ ওবায়দুল কাদের ঢাকার দুই মেয়রকেও এ বিষয়ে বাস্তব সম্মত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

নিউমার্কেট মোড় ও পল্লবীসহ শহরের বিভিন্ন এলাকায় ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা বন্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতা নিয়ে দুই মেয়রকে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘ফুটপাত উদ্ধারের কার্যক্রমও জোরদার করতে হবে।’

মন্ত্রী রুট পারমিটের বিষয়ে বিদ্যমান আইন-বিধি পর্যালোচনা করে নতুন প্রস্তাব তৈরির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন, ‘নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) কাজ দ্রুত শেষ করে জন ভোগান্তি কমাতে হবে।’

যারা মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং কোনোভাবেই রাজনৈতিক বিবেচনা এ ক্ষেত্রে আনা যাবে না বলেও জানান ওবায়দুল কাদের। গাড়িতে অবৈধভাবে যারা হুটার ব্যবহার করে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

এ সময় ভার্চুয়াল প্লাটফর্মে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের  (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, নারায়ণগঞ্জ ও গাজীপুরের দুই মেয়র, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু সচিব বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।