ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
  • / ১৩৫ Time View
সিলেট প্রতিনিধি:

সিলেটে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গোলাপগঞ্জের হেতিমগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন উর রশিদ চৌধুরী এ তথ‌্য নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে তিন জন দগ্ধ হয়ে প্রাণ হারান।

খবর পেয়ে দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে প্রাইভেটকার থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠায়।

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন উর রশিদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় যাত্রীকালীন টহল পুলিশের একটি টিম। তিনজনের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে ঝলসে যাওয়ায় নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

Update Time : ০৭:০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
সিলেট প্রতিনিধি:

সিলেটে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গোলাপগঞ্জের হেতিমগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন উর রশিদ চৌধুরী এ তথ‌্য নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে তিন জন দগ্ধ হয়ে প্রাণ হারান।

খবর পেয়ে দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে প্রাইভেটকার থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠায়।

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন উর রশিদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় যাত্রীকালীন টহল পুলিশের একটি টিম। তিনজনের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে ঝলসে যাওয়ায় নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।