টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশের লক্ষ্য টাইগারদের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / ১১০ Time View

স্পোর্টস ডেস্কঃ

ওয়ানডেতে নাস্তানাবুদ করার পর এবার টি-টোয়েন্টি সিরিজেও আয়ারল্যান্ডকে একই স্বাদ দিতে চায় টাইগাররা। ফরম্যাটের মেজাজ অনুযায়ী মারকাটারি ক্রিকেট খেলাই মূল লক্ষ্য বলে জানালেন টাইগার কোচ হাথুরু। আর ওয়ানডের তিক্ত অভিজ্ঞতা ভুলে নতুন শুরুর আশায় আইরিশরা।

চট্টগ্রামে সোমবার দুপুর ২টায় শুরু হবে ম্যাচ।

টিম বাংলাদেশের পছন্দের ফরম্যাট ওয়ানডে। টি-টোয়েন্টতে রেকর্ড তলানির দিকেই। তবে তরুণদের হাত ধরে বদলে যাওয়ার গল্প লিখছে সাকিবরা। টি-টোয়েন্টিতে ইংলিশদের ধবল ধোলাই করাই তার প্রমাণ।

পরের সিরিজে আত্মবিশ্বাসী টাইগাররা ওয়ানডেতে আয়ারল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছে। এবার টি-টোয়েন্টি মিশন।

আইরিশদের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। ৫ বারের দেখায় তিন ম্যাচেই জয়। এক হার আর বাকিটা পরিত্যক্ত।

সংবাদ সম্মেলনে বাইশ গজে ঝড় তোলারই ইঙ্গিত দিলেন কোচ হাথুরু। প্রশ্নের উত্তরে আইপিএলের বিপরীতে দেশের খেলাকেই প্রাধান্য দেয়ার কথা জানান তিনি।

টি-টোয়েন্টি অটো চয়েস আফিফের বাদ পড়ায় সমালোচনা হয়েছে বেশ। জবাবে জানালেন, দলে থাকতে হলে সেরাটাই দিতে হবে।

এদিকে, টি-টোয়েন্টির প্রস্তুতি বেশ ভালোভাবেই নিয়েছে আইরিশরা। ওয়ানডে খোয়ালেও, ২০ ওভারের ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় সফরকারীরা।

বাংলাদেশকে বিপদজনক হিসেবে না দেখে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চায় আয়ারল্যান্ড।

Tag :

Please Share This Post in Your Social Media

টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশের লক্ষ্য টাইগারদের

Update Time : ১০:৪৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

স্পোর্টস ডেস্কঃ

ওয়ানডেতে নাস্তানাবুদ করার পর এবার টি-টোয়েন্টি সিরিজেও আয়ারল্যান্ডকে একই স্বাদ দিতে চায় টাইগাররা। ফরম্যাটের মেজাজ অনুযায়ী মারকাটারি ক্রিকেট খেলাই মূল লক্ষ্য বলে জানালেন টাইগার কোচ হাথুরু। আর ওয়ানডের তিক্ত অভিজ্ঞতা ভুলে নতুন শুরুর আশায় আইরিশরা।

চট্টগ্রামে সোমবার দুপুর ২টায় শুরু হবে ম্যাচ।

টিম বাংলাদেশের পছন্দের ফরম্যাট ওয়ানডে। টি-টোয়েন্টতে রেকর্ড তলানির দিকেই। তবে তরুণদের হাত ধরে বদলে যাওয়ার গল্প লিখছে সাকিবরা। টি-টোয়েন্টিতে ইংলিশদের ধবল ধোলাই করাই তার প্রমাণ।

পরের সিরিজে আত্মবিশ্বাসী টাইগাররা ওয়ানডেতে আয়ারল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছে। এবার টি-টোয়েন্টি মিশন।

আইরিশদের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। ৫ বারের দেখায় তিন ম্যাচেই জয়। এক হার আর বাকিটা পরিত্যক্ত।

সংবাদ সম্মেলনে বাইশ গজে ঝড় তোলারই ইঙ্গিত দিলেন কোচ হাথুরু। প্রশ্নের উত্তরে আইপিএলের বিপরীতে দেশের খেলাকেই প্রাধান্য দেয়ার কথা জানান তিনি।

টি-টোয়েন্টি অটো চয়েস আফিফের বাদ পড়ায় সমালোচনা হয়েছে বেশ। জবাবে জানালেন, দলে থাকতে হলে সেরাটাই দিতে হবে।

এদিকে, টি-টোয়েন্টির প্রস্তুতি বেশ ভালোভাবেই নিয়েছে আইরিশরা। ওয়ানডে খোয়ালেও, ২০ ওভারের ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় সফরকারীরা।

বাংলাদেশকে বিপদজনক হিসেবে না দেখে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চায় আয়ারল্যান্ড।