“টিউলিপ” বিষ্ময় ছড়িয়েছে গদখালী ফুলের রাজ্যে

  • Update Time : ০৭:৫৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • / 307

সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):

“টিউলিপ” বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় ফুল, দেখতেও সুন্দর, এটি ইংল্যান্ডে সবচেয়ে বেশি সমাদৃত। এশিয়া, আফ্রিকা, দক্ষিণ ইউরোপে এটি বেশি পাওয়া যায়, বর্তমানে ইরানে এটি বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। ইউরোপবাসীর ফুলের রানী খ্যাত “টিউলিপ” এখন আমাদের বাংলাদেশেও সমাদৃত হতে চলেছে। তবে চাষের ক্ষেত্রে এ ফুলের কিছু ঝুকিপূর্ণ দিক রয়েছে বলে আমাদের দেশের ফুলের রাজধানী খ্যাত যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী নামক স্থানের ফুল চাষিরা জানিয়েছেন। তারা বলছেন, একটি নির্দিষ্ঠ তাপমাত্রায় পানি এবং হাওয়ার মিশ্রনে “টিউলিপ” ফুলের সৌন্দর্য বৃদ্ধি পায়। আর এ কারনে অন্যান্য ফুলের তুলনায় “টিউলিপ” ফুল অত্র এলাকায় বিষ্ময় ছড়িয়েছে।

নেদারল্যান্ডস এ জন্মানো “টিউলিপ” ফুল গদখালীতে চাষ হওয়া ফুলটি দেখতে এসে একজন বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শওকত শহীদ বলেন, শীতপ্রধান দেশের নজরকাড়া ফুল “টিউলিপ”। বাংলাদেশের আবহাওয়ায় এ ফুল ফোটানো সম্ভব বলে প্রমান করেছে ফুল চাষিরা। ফুলটির সৌন্দর্যের কারনে ভবিষ্যতে রপ্তানি যোগ্য পণ্য হিসেবে সরকারের কাছে এটি বিবেচিত হতে পারে। তবে এ ফুল চাষে ফুলচাষিদেরকে আর্থিক সহায়তা প্রদান পূর্বক ফুল সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও বাংলা ভাষা দিবস উপলক্ষে ফুলের রাজ্য গদখালীতে ভিন্ন মাত্রা যোগ করেছে “টিউলিপ” ফুল। শীত প্রধান দেশের ফুল “টিউলিপ” এদেশে ফুটবে ভাবেনি কেউ। আর এই অসাধ্যকে সাধন করেছেন গদখালীর পানিসাড়ার ফুল চাষি ইসমাইল হোসেন।

তিনি বলেন, “টিউলিপ” ফুল অতিমাত্রায় সৌন্দর্যপ্রিয় বলে ফুল প্রেমিদের কাছে এর বেশ চাহিদা রয়েছে। এটি দেখতেও ভালো লাগে, মানুষ আসছে দেখার জন্য, এতেই আমাদের আনন্দ, ফুলটি না ফুটলে হয়তো এ আনন্দ আমি টাকা দিয়ে কিনতে পারতাম না।

ভবিষ্যতে টিউলিপের চাষ বাণিজ্যিকভাবে করার পরিকল্পনা রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

“টিউলিপ” বিষ্ময় ছড়িয়েছে গদখালী ফুলের রাজ্যে

Update Time : ০৭:৫৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২

সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):

“টিউলিপ” বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় ফুল, দেখতেও সুন্দর, এটি ইংল্যান্ডে সবচেয়ে বেশি সমাদৃত। এশিয়া, আফ্রিকা, দক্ষিণ ইউরোপে এটি বেশি পাওয়া যায়, বর্তমানে ইরানে এটি বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। ইউরোপবাসীর ফুলের রানী খ্যাত “টিউলিপ” এখন আমাদের বাংলাদেশেও সমাদৃত হতে চলেছে। তবে চাষের ক্ষেত্রে এ ফুলের কিছু ঝুকিপূর্ণ দিক রয়েছে বলে আমাদের দেশের ফুলের রাজধানী খ্যাত যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী নামক স্থানের ফুল চাষিরা জানিয়েছেন। তারা বলছেন, একটি নির্দিষ্ঠ তাপমাত্রায় পানি এবং হাওয়ার মিশ্রনে “টিউলিপ” ফুলের সৌন্দর্য বৃদ্ধি পায়। আর এ কারনে অন্যান্য ফুলের তুলনায় “টিউলিপ” ফুল অত্র এলাকায় বিষ্ময় ছড়িয়েছে।

নেদারল্যান্ডস এ জন্মানো “টিউলিপ” ফুল গদখালীতে চাষ হওয়া ফুলটি দেখতে এসে একজন বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শওকত শহীদ বলেন, শীতপ্রধান দেশের নজরকাড়া ফুল “টিউলিপ”। বাংলাদেশের আবহাওয়ায় এ ফুল ফোটানো সম্ভব বলে প্রমান করেছে ফুল চাষিরা। ফুলটির সৌন্দর্যের কারনে ভবিষ্যতে রপ্তানি যোগ্য পণ্য হিসেবে সরকারের কাছে এটি বিবেচিত হতে পারে। তবে এ ফুল চাষে ফুলচাষিদেরকে আর্থিক সহায়তা প্রদান পূর্বক ফুল সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও বাংলা ভাষা দিবস উপলক্ষে ফুলের রাজ্য গদখালীতে ভিন্ন মাত্রা যোগ করেছে “টিউলিপ” ফুল। শীত প্রধান দেশের ফুল “টিউলিপ” এদেশে ফুটবে ভাবেনি কেউ। আর এই অসাধ্যকে সাধন করেছেন গদখালীর পানিসাড়ার ফুল চাষি ইসমাইল হোসেন।

তিনি বলেন, “টিউলিপ” ফুল অতিমাত্রায় সৌন্দর্যপ্রিয় বলে ফুল প্রেমিদের কাছে এর বেশ চাহিদা রয়েছে। এটি দেখতেও ভালো লাগে, মানুষ আসছে দেখার জন্য, এতেই আমাদের আনন্দ, ফুলটি না ফুটলে হয়তো এ আনন্দ আমি টাকা দিয়ে কিনতে পারতাম না।

ভবিষ্যতে টিউলিপের চাষ বাণিজ্যিকভাবে করার পরিকল্পনা রয়েছে তার।