জুলাই থেকে ইবিতে ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:৩৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • / 19

শাহিন রাজা, ইবি প্রতিনিধি:

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুতি সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনসহ তিন দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে ১ জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ইবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। রোববার (৩০ জুন) ইবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষক নেতারা জানান, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করবো। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

এদিকে আজ রোববার (৩০ জুন) দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এদিন বেলা ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুষদ ভবনের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মবিরতির অংশ হিসেবে সারাদিন সকল বিভাগের ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা চালু ছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

জুলাই থেকে ইবিতে ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা

Update Time : ০৫:৩৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

শাহিন রাজা, ইবি প্রতিনিধি:

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুতি সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনসহ তিন দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে ১ জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ইবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। রোববার (৩০ জুন) ইবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষক নেতারা জানান, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করবো। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

এদিকে আজ রোববার (৩০ জুন) দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এদিন বেলা ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুষদ ভবনের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মবিরতির অংশ হিসেবে সারাদিন সকল বিভাগের ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা চালু ছিল।