জিএমই গ্রুপের এমডি চৌধুরী হাসান মাহমুদ আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:৫২:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
  • / ১২১ Time View

নিজস্ব প্রতিবেদক:

দেশে মেডিকেল যন্ত্রপাতি তৈরি ও আমদানিকারক প্রতিষ্ঠান জিএমই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা চৌধুরী হাসান মাহমুদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫২ বছর।

অত্যন্ত সদালাপী হাসান মাহমুদ দেশের স্বাস্থ্য খাতে, বিশেষ করে অত্যাধুনিক মেডিক্যাল মেশিন আমদানি, বিপণন, বাজারজাতকরণ ও উন্নতমানের মেডিকেল যন্ত্রপাতি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বুধবার জিএমই গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসান মাহমুদ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বিনাজুরি গ্রামের প্রয়াত শিল্পপতি এম আর চৌধুরীর দ্বিতীয় ছেলে। তিনি আবদুল মোনেম লিমিটেডের প্রতিষ্ঠাতা শিল্পপতি প্রয়াত আবদুল মোনেমের জামাতা।

আগামীকাল (বৃহস্পতিবার) বাদ যোহর গুলশান আজাদ কেন্দ্রীয় মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হাসান মাহমুদ দেশের স্বাস্থ্য খাতে, বিশেষ করে অত্যাধুনিক মেডিকেল মেশিন আমদানি, বিপণন, বাজারজাতকরণ ও উন্নতমানের মেডিকেল যন্ত্রপাতি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এছাড়া অ্যাগ্রো কেমিক্যালস, গবাদি পশু, মুদ্রণশিল্প ইত্যাদি খাতে হাসান মাহমুদের বিশাল ভূমিকা রয়েছে।ছোট-বড় একাধিক শিল্পপ্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তিনি।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জিএমই পরিবার।

আজ এক শোক বার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে জিএমই ও তাদের শোকসন্তপ্ত পরিবার।

Tag :

Please Share This Post in Your Social Media

জিএমই গ্রুপের এমডি চৌধুরী হাসান মাহমুদ আর নেই

Update Time : ০৫:৫২:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

দেশে মেডিকেল যন্ত্রপাতি তৈরি ও আমদানিকারক প্রতিষ্ঠান জিএমই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা চৌধুরী হাসান মাহমুদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫২ বছর।

অত্যন্ত সদালাপী হাসান মাহমুদ দেশের স্বাস্থ্য খাতে, বিশেষ করে অত্যাধুনিক মেডিক্যাল মেশিন আমদানি, বিপণন, বাজারজাতকরণ ও উন্নতমানের মেডিকেল যন্ত্রপাতি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বুধবার জিএমই গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসান মাহমুদ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বিনাজুরি গ্রামের প্রয়াত শিল্পপতি এম আর চৌধুরীর দ্বিতীয় ছেলে। তিনি আবদুল মোনেম লিমিটেডের প্রতিষ্ঠাতা শিল্পপতি প্রয়াত আবদুল মোনেমের জামাতা।

আগামীকাল (বৃহস্পতিবার) বাদ যোহর গুলশান আজাদ কেন্দ্রীয় মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হাসান মাহমুদ দেশের স্বাস্থ্য খাতে, বিশেষ করে অত্যাধুনিক মেডিকেল মেশিন আমদানি, বিপণন, বাজারজাতকরণ ও উন্নতমানের মেডিকেল যন্ত্রপাতি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এছাড়া অ্যাগ্রো কেমিক্যালস, গবাদি পশু, মুদ্রণশিল্প ইত্যাদি খাতে হাসান মাহমুদের বিশাল ভূমিকা রয়েছে।ছোট-বড় একাধিক শিল্পপ্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তিনি।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জিএমই পরিবার।

আজ এক শোক বার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে জিএমই ও তাদের শোকসন্তপ্ত পরিবার।