জাককানইবি ক্যারিয়ার ক্লাবের ৩য় কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • / ১৪৫ Time View

মো: শুভ ইসলাম:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ২০শে আগস্ট, রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত (জাককানইবি) ক্যারিয়ার ক্লাবের বহুল প্রতীক্ষিত তৃতীয় কমিটি ভার্চুয়ালি প্রকাশিত হয়েছে।

ক্যারিয়ার ক্লাবের ২০২১-২২ সালের জন্য সেরা-৭ হলেন: হাসিবুর রহমান নিশান (প্রেসিডেন্ট),নায়মুল হাসান রাহাত (সেক্রেটারি),সোহান মাহমুদ মৃদুল (ভাইস প্রেসিডেন্ট), সানন্দা পাল (জয়েন্ট সেক্রেটারি ১),রাফিয়া ইসলাম ভাবনা (জয়েন্ট সেক্রেটারি ২),মির্জা শাকিল (অর্গানাইজিং সেক্রেটারি ১) এবং মরিয়ম বিনতে আজাদ বিজয়ী (অর্গানাইজিং সেক্রেটারি ২) হিসেবে মনোনীত হন।

৩য় কমিটি ঘোষণার মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন জাককানইবির মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর ড. এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের সম্মানিত উপদেষ্টামন্ডলী, প্রথম ও দ্বিতীয় কমিটির সদস্যবৃন্দ,সাধারণ সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ। এবং ক্যারিয়ার ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা ক্লাবকে নিয়ে অনুভূতি ব্যক্ত করেন।

৩য় কমিটি ঘোষণা করেন ক্যারিয়ার ক্লাবের সাবেক প্রেসিডেন্ট হায়দার আলী খান রনি এবং সাবেক সেক্রেটারি রাহাত তালুকদার।

ভার্চুয়াল এই আয়োজনের সঞ্চালক ছিলেন,নূর আলম নাহিদ (মেম্বার,ক্যারিয়ার ক্লাব) এবং লামিয়াতুন নিসা প্রতিভা (মেম্বার, ক্যারিয়ার ক্লাব)।

এছাড়াও ক্যারিয়ার ক্লাবের বিগত ১বছরের কার্যক্রম নিয়ে প্রোমো ভিডিও প্রদর্শন করা হয়।

গত ২৮শে জুলাই, ২০২১ থেকে ২রা আগস্ট, ২০২১ তারিখ অব্ধি পদ প্রার্থীদের সিভি সংগ্রহ প্রক্রিয়া চলমান থাকে। প্রার্থীদের পরবর্তীতে ৬ই আগস্ট, ২০২১ তারিখ সন্ধ্যা ৭টা থেকে ভাইভা নেয়া হয়।

ভাইভাতে ক্যারিয়ার ক্লাবের সম্মানিত উপদেষ্টা এবং বর্তমান টপ-৭ উপস্থিত ছিলেন।

উক্ত ক্লাবের সাবেক টপ-৭ (প্রেসিডেন্ট ও সেক্রেটারি ব্যতীত), এক্সিকিউটিভস বডি এবং টিম কানেক্টররা ৩য় কমিটির জন্য আবেদন করতে পেরেছিলো।

উল্লেখ্য, ক্যারিয়ার ক্লাব ২০১৮ সালে প্রথম কমিটি ও ২০১৯ সালে ২য় কমিটি ঘোষণা করে।

শিক্ষার্থীদের আত্নউন্নয়নের লক্ষ্যে এই জাককানইবি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠে “ক্যারিয়ার ক্লাব” অগ্রণী একটি সংগঠন।বিগত বছরগুলোতে স্বকীয়তার দ্বারা অনন্যতা প্রদর্শন করেছে এই সংগঠনটি।ক্যারিয়ার ক্লাবের সম্মানিত উপদেষ্টামন্ডলী, সাধারণ সদস্য সহ বিশ্ববিদ্যালয়ের সকলেই উন্মুখ হয়ে ছিল ৩য় কমিটির নতুন মুখদের জন্য।

সদ্য ঘোষিত এই নতুন কমিটির সদস্যরা ক্যারিয়ার ক্লাবের সাফল্যের ধারা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

সবমিলিয়ে কোভিড-১৯ পরিস্থিতির কারণে ভার্চুয়ালি অত্যন্ত গোছানো ভাবে সুসম্পন্ন হয় জাককানইবি ক্যারিয়ার ক্লাবের ৩য় কমিটি ঘোষণা ইভেন্ট।

Please Share This Post in Your Social Media

জাককানইবি ক্যারিয়ার ক্লাবের ৩য় কমিটি ঘোষণা

Update Time : ০৫:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১

মো: শুভ ইসলাম:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ২০শে আগস্ট, রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত (জাককানইবি) ক্যারিয়ার ক্লাবের বহুল প্রতীক্ষিত তৃতীয় কমিটি ভার্চুয়ালি প্রকাশিত হয়েছে।

ক্যারিয়ার ক্লাবের ২০২১-২২ সালের জন্য সেরা-৭ হলেন: হাসিবুর রহমান নিশান (প্রেসিডেন্ট),নায়মুল হাসান রাহাত (সেক্রেটারি),সোহান মাহমুদ মৃদুল (ভাইস প্রেসিডেন্ট), সানন্দা পাল (জয়েন্ট সেক্রেটারি ১),রাফিয়া ইসলাম ভাবনা (জয়েন্ট সেক্রেটারি ২),মির্জা শাকিল (অর্গানাইজিং সেক্রেটারি ১) এবং মরিয়ম বিনতে আজাদ বিজয়ী (অর্গানাইজিং সেক্রেটারি ২) হিসেবে মনোনীত হন।

৩য় কমিটি ঘোষণার মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন জাককানইবির মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর ড. এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের সম্মানিত উপদেষ্টামন্ডলী, প্রথম ও দ্বিতীয় কমিটির সদস্যবৃন্দ,সাধারণ সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ। এবং ক্যারিয়ার ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা ক্লাবকে নিয়ে অনুভূতি ব্যক্ত করেন।

৩য় কমিটি ঘোষণা করেন ক্যারিয়ার ক্লাবের সাবেক প্রেসিডেন্ট হায়দার আলী খান রনি এবং সাবেক সেক্রেটারি রাহাত তালুকদার।

ভার্চুয়াল এই আয়োজনের সঞ্চালক ছিলেন,নূর আলম নাহিদ (মেম্বার,ক্যারিয়ার ক্লাব) এবং লামিয়াতুন নিসা প্রতিভা (মেম্বার, ক্যারিয়ার ক্লাব)।

এছাড়াও ক্যারিয়ার ক্লাবের বিগত ১বছরের কার্যক্রম নিয়ে প্রোমো ভিডিও প্রদর্শন করা হয়।

গত ২৮শে জুলাই, ২০২১ থেকে ২রা আগস্ট, ২০২১ তারিখ অব্ধি পদ প্রার্থীদের সিভি সংগ্রহ প্রক্রিয়া চলমান থাকে। প্রার্থীদের পরবর্তীতে ৬ই আগস্ট, ২০২১ তারিখ সন্ধ্যা ৭টা থেকে ভাইভা নেয়া হয়।

ভাইভাতে ক্যারিয়ার ক্লাবের সম্মানিত উপদেষ্টা এবং বর্তমান টপ-৭ উপস্থিত ছিলেন।

উক্ত ক্লাবের সাবেক টপ-৭ (প্রেসিডেন্ট ও সেক্রেটারি ব্যতীত), এক্সিকিউটিভস বডি এবং টিম কানেক্টররা ৩য় কমিটির জন্য আবেদন করতে পেরেছিলো।

উল্লেখ্য, ক্যারিয়ার ক্লাব ২০১৮ সালে প্রথম কমিটি ও ২০১৯ সালে ২য় কমিটি ঘোষণা করে।

শিক্ষার্থীদের আত্নউন্নয়নের লক্ষ্যে এই জাককানইবি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠে “ক্যারিয়ার ক্লাব” অগ্রণী একটি সংগঠন।বিগত বছরগুলোতে স্বকীয়তার দ্বারা অনন্যতা প্রদর্শন করেছে এই সংগঠনটি।ক্যারিয়ার ক্লাবের সম্মানিত উপদেষ্টামন্ডলী, সাধারণ সদস্য সহ বিশ্ববিদ্যালয়ের সকলেই উন্মুখ হয়ে ছিল ৩য় কমিটির নতুন মুখদের জন্য।

সদ্য ঘোষিত এই নতুন কমিটির সদস্যরা ক্যারিয়ার ক্লাবের সাফল্যের ধারা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

সবমিলিয়ে কোভিড-১৯ পরিস্থিতির কারণে ভার্চুয়ালি অত্যন্ত গোছানো ভাবে সুসম্পন্ন হয় জাককানইবি ক্যারিয়ার ক্লাবের ৩য় কমিটি ঘোষণা ইভেন্ট।