জবির ছাত্রীহল উদ্বোধনে প্রধানমন্ত্রীকে চেয়ে স্মারকলিপি প্রদান

  • Update Time : ০৬:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
  • / 190

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি চেয়ে স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও শিক্ষক সমিতির বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, আগামী ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের প্রথম হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ এর উদ্বোধন করা হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি সম্মান প্রদর্শন করে প্রথম ছাত্রী হলটির নামকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়ের নামে হলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারা উদ্বোধন করা হলে হলটির সাথে প্রধানমন্ত্রীর স্মৃতি আজীবন জড়িয়ে থাকবে।

স্মারকলিপিতে আরো বলা হয়, ‘বর্তমান উন্নত প্রযুক্তির সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৪ জেলার উন্নয়ন প্রকল্প নিজেই উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত উদ্যোগে কেরাণীগঞ্জে ২০০ একর জমিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগ্রহে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনাবাসিক থেকে আবাসিক বিশ্ববিদ্যালয়ে ধাবিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলের উদ্বোধনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার শিক্ষার্থীদের দাবি।

শিক্ষার্থীদের এ দাবি শিক্ষাবান্ধব শেখ হাসিনা ফেলবেন না বলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মনে করে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনে বেদখলকৃত হলের এ জমি উদ্ধারের পর ২০১৩ সালের ২২ ডিসেম্বর হলটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর ২০১৪ সালের ২০ অক্টোবর ৯ম বিশ্ববিদ্যালয় দিবসে এটির নির্মাণকাজের শুভ সূচনা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের তৎকালীন চেয়্যারম্যান অধ্যাপক ড. এ. কে. আজাদ চৌধুরী।

Tag :

Please Share This Post in Your Social Media

জবির ছাত্রীহল উদ্বোধনে প্রধানমন্ত্রীকে চেয়ে স্মারকলিপি প্রদান

Update Time : ০৬:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি চেয়ে স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও শিক্ষক সমিতির বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, আগামী ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের প্রথম হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ এর উদ্বোধন করা হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি সম্মান প্রদর্শন করে প্রথম ছাত্রী হলটির নামকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়ের নামে হলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারা উদ্বোধন করা হলে হলটির সাথে প্রধানমন্ত্রীর স্মৃতি আজীবন জড়িয়ে থাকবে।

স্মারকলিপিতে আরো বলা হয়, ‘বর্তমান উন্নত প্রযুক্তির সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৪ জেলার উন্নয়ন প্রকল্প নিজেই উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত উদ্যোগে কেরাণীগঞ্জে ২০০ একর জমিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগ্রহে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনাবাসিক থেকে আবাসিক বিশ্ববিদ্যালয়ে ধাবিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলের উদ্বোধনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার শিক্ষার্থীদের দাবি।

শিক্ষার্থীদের এ দাবি শিক্ষাবান্ধব শেখ হাসিনা ফেলবেন না বলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মনে করে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনে বেদখলকৃত হলের এ জমি উদ্ধারের পর ২০১৩ সালের ২২ ডিসেম্বর হলটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর ২০১৪ সালের ২০ অক্টোবর ৯ম বিশ্ববিদ্যালয় দিবসে এটির নির্মাণকাজের শুভ সূচনা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের তৎকালীন চেয়্যারম্যান অধ্যাপক ড. এ. কে. আজাদ চৌধুরী।