চুনারুঘাটে চা শ্রমিক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • / ১৫১ Time View

 

 লিটন মুন্ডা, চুনারুঘাট প্রতিনিধিঃ

চুনারুঘাট উপজেলার ২ নং আহম্মাদাবাদ ইউনিয়নের নালুয়া চা বাগানের নালুয়া ফুটবল মাঠে সামনে এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া যায়।

১৭ জুন বৃহস্পতিবার ভোর সকালে চা শ্রমিকরা যুবকের লাশ গাছের উপর ঝুলন্ত অবস্থায় দেখলে স্থানীয় মেম্বারকে জানায়। খবর পেয়ে ৯ নং ওয়ার্ডের মেম্বার নটবর রুদ্র পাল ,৮ নং ওয়ার্ডের মেম্বার মাখন গোস্বামী ঘটনাস্থলে আসেন। এর মধ্য বাগানের চা শ্রমিকরা ভিড় করতে থাকে। চুনারুঘাট থানা পুলিশ খবর পেয়ে সকাল ৯ টায় ঘটনাস্থলে আসে। চুনারুঘাট থানা উপপরিদর্শক (এসআই)  জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে বিষয়টি তদন্ত শুরু করেন চুনারুঘাট থানা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন – ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার বিজলা কানু, ৯ নং ওয়ার্ডের – নটবর রুদ্র পাল, ৮ নং ওয়ার্ডের – মাখন গোস্বামী। আত্মহত্যাকারী যুবকের নাম অভিলাশ মুন্ডা।

নালুয়া চা বাগানের অনিল মুন্ডার একমাত্র সন্তান ছিল অভিলাশ মুন্ডা এবং চা শ্রমিক ছিলেন।  আত্মহত্যার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

চুনারুঘাটে চা শ্রমিক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০৭:০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

 

 লিটন মুন্ডা, চুনারুঘাট প্রতিনিধিঃ

চুনারুঘাট উপজেলার ২ নং আহম্মাদাবাদ ইউনিয়নের নালুয়া চা বাগানের নালুয়া ফুটবল মাঠে সামনে এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া যায়।

১৭ জুন বৃহস্পতিবার ভোর সকালে চা শ্রমিকরা যুবকের লাশ গাছের উপর ঝুলন্ত অবস্থায় দেখলে স্থানীয় মেম্বারকে জানায়। খবর পেয়ে ৯ নং ওয়ার্ডের মেম্বার নটবর রুদ্র পাল ,৮ নং ওয়ার্ডের মেম্বার মাখন গোস্বামী ঘটনাস্থলে আসেন। এর মধ্য বাগানের চা শ্রমিকরা ভিড় করতে থাকে। চুনারুঘাট থানা পুলিশ খবর পেয়ে সকাল ৯ টায় ঘটনাস্থলে আসে। চুনারুঘাট থানা উপপরিদর্শক (এসআই)  জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে বিষয়টি তদন্ত শুরু করেন চুনারুঘাট থানা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন – ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার বিজলা কানু, ৯ নং ওয়ার্ডের – নটবর রুদ্র পাল, ৮ নং ওয়ার্ডের – মাখন গোস্বামী। আত্মহত্যাকারী যুবকের নাম অভিলাশ মুন্ডা।

নালুয়া চা বাগানের অনিল মুন্ডার একমাত্র সন্তান ছিল অভিলাশ মুন্ডা এবং চা শ্রমিক ছিলেন।  আত্মহত্যার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।