চাঁদপুরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার ছেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • / ১৪২ Time View
চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মো. সেলিম মিয়ার ছেলে বাপ্পী মিয়ার (৩৫) লাশ উদ্ধার করছে হাজিগঞ্জ থানা পুলিশ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পৌরসভার রান্ধুনীমুড়া সোলেমান ব্যাপারী বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের কাকা মো. ইসমাইল মিয়া জানান, শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টায় তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মোবাইলে অনেক বার কল করেও তাকে না পেয়ে নিহতের বাবা হাজিগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে হঠাৎ ব্যাপারী বাড়ির পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখা যায়। বাড়ির লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সঙ্গে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

চাঁদপুরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার ছেলের লাশ উদ্ধার

Update Time : ১২:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মো. সেলিম মিয়ার ছেলে বাপ্পী মিয়ার (৩৫) লাশ উদ্ধার করছে হাজিগঞ্জ থানা পুলিশ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পৌরসভার রান্ধুনীমুড়া সোলেমান ব্যাপারী বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের কাকা মো. ইসমাইল মিয়া জানান, শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টায় তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মোবাইলে অনেক বার কল করেও তাকে না পেয়ে নিহতের বাবা হাজিগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে হঠাৎ ব্যাপারী বাড়ির পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখা যায়। বাড়ির লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সঙ্গে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।