গাজীপুরে এক হিজরাকে পিটিয়ে হত্যা করেছে দুই ভাড়াটিয়া

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:৪২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
  • / ১৫১ Time View

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে এক হিজরাকে সোমবার পিটিয়ে হত্যা করেছে তার দুই ভাড়াটিয়া। নিহত হিজরার নাম লাইলী ভান্ডারী (৬০)।সে বি-বাড়িয়ার বাঞ্চারামপুর থানার নতুন কদমতলী এলাকার ইসমাইল সরকারের মেয়ে।বর্তমানে সে গাজীপুর মহানগরের গাছা মেট্রো থানার খাইলকুর ভাল্কারটেক মোল্লা মার্কেট এলাকায় নিজের তিন তলা বাড়িতে বসবাস করত।

পুলিশ ও এলাকাবাসি জানায়, লাইলী ভান্ডারী গাজীপুর মহানগরের তার নিজ বাড়িতে ২য় তলায় বসবাস করত।৩য় তলায় একটি রুমে জনৈক দুলাল ও মানিক নামে দুই জন ভাড়া থাকত। সোমবার সকালে ভাড়াটিয়া দুলাল ও মনিক তাদের রুমে বিদ্যুতের লাইনে সমস্যার কথা বলে লাইলীকে ডেকে তাদের রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়।

পরে ভাড়াটিয়া ওই দুইজন লাইলীর মুখ চেপে ধরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় এলাকাবাসি লাইলী ভান্ডারিকে প্রথমে মহানগরের কুনিয়া তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

গাজীপুরে এক হিজরাকে পিটিয়ে হত্যা করেছে দুই ভাড়াটিয়া

Update Time : ০৩:৪২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে এক হিজরাকে সোমবার পিটিয়ে হত্যা করেছে তার দুই ভাড়াটিয়া। নিহত হিজরার নাম লাইলী ভান্ডারী (৬০)।সে বি-বাড়িয়ার বাঞ্চারামপুর থানার নতুন কদমতলী এলাকার ইসমাইল সরকারের মেয়ে।বর্তমানে সে গাজীপুর মহানগরের গাছা মেট্রো থানার খাইলকুর ভাল্কারটেক মোল্লা মার্কেট এলাকায় নিজের তিন তলা বাড়িতে বসবাস করত।

পুলিশ ও এলাকাবাসি জানায়, লাইলী ভান্ডারী গাজীপুর মহানগরের তার নিজ বাড়িতে ২য় তলায় বসবাস করত।৩য় তলায় একটি রুমে জনৈক দুলাল ও মানিক নামে দুই জন ভাড়া থাকত। সোমবার সকালে ভাড়াটিয়া দুলাল ও মনিক তাদের রুমে বিদ্যুতের লাইনে সমস্যার কথা বলে লাইলীকে ডেকে তাদের রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়।

পরে ভাড়াটিয়া ওই দুইজন লাইলীর মুখ চেপে ধরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় এলাকাবাসি লাইলী ভান্ডারিকে প্রথমে মহানগরের কুনিয়া তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়।