খারকিভে ইউক্রেন যোদ্ধাদের বিজয়ের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৫৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • / ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনীয় সৈন্যরা খারকিভ থেকে রুশ সৈন্যদের সরে যেতে বাধ্য করেছে। দৃশ্যত ইউক্রেনীয়রা এ যুদ্ধে জিতেছে।

যুক্তরাষ্ট্রের এক নির্ভরযোগ্য সূত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছে। বিভিন্ন সংবাদ সংস্থার সংবাদেও বিষয়টির কিছু সত্যতাও মিলেছে।

এএফপিকে দেওয়া বিবৃতিতে ইউক্রেনীয় জেনারেল স্টাফ জানিয়েছেন, ‘শত্রুদের প্রধান টার্গেট এখন কীভাবে খারকিভ থেকে দ্রুত তাদের সৈন্যদের সরিয়ে নেওয়া যায়।’

এদিকে রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, ইউক্রেনের উত্তর-পশ্চিম অঞ্চল থেকে দুই সপ্তাহ ধরে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।

রাশিয়ার গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মস্কো শুক্রবার (১৩ মে) ডেরগাছি থেকে ১০ কিলোমিটার উত্তরে বোমাবর্ষণ করছে এবং অস্ত্র ডিপোতেও বোমা ফেলেছে।

খারকিভ দখল রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহরটিতে ইতোমধ্যেই রুশরা ভয়াবহ বোমা হামলা চালিয়েছে এবং শত শত নিরস্ত্র নাগরিকের মৃত্যু হয়েছে।

সীমান্তের কাছে হওয়ায় শহরটিতে একের পর এক হামলা চালানো হয়। রকেট ও গোলা হামলায় ভবনগুলোর ধ্বংসাবশেষ সাক্ষ্য দেয় ভয়াবহতার।

খারকিভ নগর প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত খারকিভ শহরে বোমা হামলায় প্রায় ২ হাজার ১০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

খারকিভে ইউক্রেন যোদ্ধাদের বিজয়ের দাবি

Update Time : ০৪:৫৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনীয় সৈন্যরা খারকিভ থেকে রুশ সৈন্যদের সরে যেতে বাধ্য করেছে। দৃশ্যত ইউক্রেনীয়রা এ যুদ্ধে জিতেছে।

যুক্তরাষ্ট্রের এক নির্ভরযোগ্য সূত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছে। বিভিন্ন সংবাদ সংস্থার সংবাদেও বিষয়টির কিছু সত্যতাও মিলেছে।

এএফপিকে দেওয়া বিবৃতিতে ইউক্রেনীয় জেনারেল স্টাফ জানিয়েছেন, ‘শত্রুদের প্রধান টার্গেট এখন কীভাবে খারকিভ থেকে দ্রুত তাদের সৈন্যদের সরিয়ে নেওয়া যায়।’

এদিকে রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, ইউক্রেনের উত্তর-পশ্চিম অঞ্চল থেকে দুই সপ্তাহ ধরে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।

রাশিয়ার গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মস্কো শুক্রবার (১৩ মে) ডেরগাছি থেকে ১০ কিলোমিটার উত্তরে বোমাবর্ষণ করছে এবং অস্ত্র ডিপোতেও বোমা ফেলেছে।

খারকিভ দখল রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহরটিতে ইতোমধ্যেই রুশরা ভয়াবহ বোমা হামলা চালিয়েছে এবং শত শত নিরস্ত্র নাগরিকের মৃত্যু হয়েছে।

সীমান্তের কাছে হওয়ায় শহরটিতে একের পর এক হামলা চালানো হয়। রকেট ও গোলা হামলায় ভবনগুলোর ধ্বংসাবশেষ সাক্ষ্য দেয় ভয়াবহতার।

খারকিভ নগর প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত খারকিভ শহরে বোমা হামলায় প্রায় ২ হাজার ১০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছেন।