ক্যান্সারে আক্রান্ত ঢাকা কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
  • / ২৭৮ Time View

ঢাকা কলেজ প্রতিনিধি:

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মো. ইউনুস খান নামে ঢাকা কলেজের স্নাতক পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে রাজধানী মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ইউনুসের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তারালি গ্রামে। তিনি ঢাকা কলেজের দক্ষিণায়ন হলের আবাসিক ছাত্র ছিলেন।

ঢাকা কলেজস্থ সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণের সহ-সভাপতি আফজাল হোসেন বলেন, ‘সে দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিল। ইতোমধ্যে তার দু’টি কোমোথেরাপি দেয়া হয়েছে। আগামীকাল তৃতীয় ডোজ দেয়ার কথা ছিল কিন্তু এর আগেই আজ সন্ধ্যায় সে মারা যায়।’

তিনি আরো বলেন, ‘ইউনুসের মৃতদের এম্বুলেন্সে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানেই আগামীকাল বাদ জোহর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।’

মৃত্যুতে শোক প্রকাশ করে ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক রায়হান ফেরদৌস রিপন বলেন, ‘ইউনুস মৃত্যুতে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ পরিষদ গভীর শোকাহত। সে সদা হাস্যউজ্জ্বল ছেলে ছিল। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

Tag :

Please Share This Post in Your Social Media

ক্যান্সারে আক্রান্ত ঢাকা কলেজ শিক্ষার্থীর মৃত্যু

Update Time : ১১:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩

ঢাকা কলেজ প্রতিনিধি:

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মো. ইউনুস খান নামে ঢাকা কলেজের স্নাতক পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে রাজধানী মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ইউনুসের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তারালি গ্রামে। তিনি ঢাকা কলেজের দক্ষিণায়ন হলের আবাসিক ছাত্র ছিলেন।

ঢাকা কলেজস্থ সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণের সহ-সভাপতি আফজাল হোসেন বলেন, ‘সে দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিল। ইতোমধ্যে তার দু’টি কোমোথেরাপি দেয়া হয়েছে। আগামীকাল তৃতীয় ডোজ দেয়ার কথা ছিল কিন্তু এর আগেই আজ সন্ধ্যায় সে মারা যায়।’

তিনি আরো বলেন, ‘ইউনুসের মৃতদের এম্বুলেন্সে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানেই আগামীকাল বাদ জোহর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।’

মৃত্যুতে শোক প্রকাশ করে ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক রায়হান ফেরদৌস রিপন বলেন, ‘ইউনুস মৃত্যুতে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ পরিষদ গভীর শোকাহত। সে সদা হাস্যউজ্জ্বল ছেলে ছিল। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’