কুমিল্লা জেলা প্রশাসকের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
  • / ১৫৯ Time View

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ।বৃহস্পতিবার(৩০ শে জুন) সকাল ১২ টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের ভবানীপুরে বিবাহ পড়ানের প্রস্তুতি চলাকালে বিয়ের বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসককে সাংবাদিকরা অবহিত করলে তিনি তা বন্ধের নির্দেশ দেন।পরে সদর দক্ষিণ উপজেলার সহাকারী ভূমি অফিসার্স আবদুর রহমানের নেতৃত্বে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি টিম গিয়ে বিবাহ বন্ধ করে দেয়।

এ সময় সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মুসলেম উদ্দীনের মেয়ে মাহিনুর আক্তার প্রীতির (১৬) সঙ্গে ওই ইউনিয়নের চন্ডীপুর এলাকার মোবারকের সাথে বিয়ের আয়োজন চলছিল।বিয়ের কাজী মিজানুর রহমান বিবাহ পড়াতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিবাহ পড়াবোনা।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর পক্ষ সবার অগাচরে চলে যান।সদর মডেল থানার ওসি তদন্ত বিল্লাল হোসেন জানান,আমি বাল্যবিবাহের খবর পেয়ে এসআই খালেদ মোশাররফের নেতৃত্বে পুলিশ পাঠিয়ে বিবাহ বন্ধ করে দেই।এ ব্যাপারে সদর দক্ষিণ উপজেলার সহকারী ভূমি অফিসার্স আবদুর রহমান বলেন,বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২০১৭ ধারা মোতাবেক আইনে বিবাহ না হওয়ার কারনে মুচলেখা নিয়ে খাবার গুলো এতিমখানায় দিয়ে দেওয়ার নিয়ম থাকায় এ আইনের ধারাটি কার্যকর করা হয়েছে।স্থানীয় বাহারুল উলূম এতিম খানা মাদরাসায় খাবার গুলো পাঠানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

কুমিল্লা জেলা প্রশাসকের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

Update Time : ০৪:০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ।বৃহস্পতিবার(৩০ শে জুন) সকাল ১২ টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের ভবানীপুরে বিবাহ পড়ানের প্রস্তুতি চলাকালে বিয়ের বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসককে সাংবাদিকরা অবহিত করলে তিনি তা বন্ধের নির্দেশ দেন।পরে সদর দক্ষিণ উপজেলার সহাকারী ভূমি অফিসার্স আবদুর রহমানের নেতৃত্বে সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি টিম গিয়ে বিবাহ বন্ধ করে দেয়।

এ সময় সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মুসলেম উদ্দীনের মেয়ে মাহিনুর আক্তার প্রীতির (১৬) সঙ্গে ওই ইউনিয়নের চন্ডীপুর এলাকার মোবারকের সাথে বিয়ের আয়োজন চলছিল।বিয়ের কাজী মিজানুর রহমান বিবাহ পড়াতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিবাহ পড়াবোনা।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর পক্ষ সবার অগাচরে চলে যান।সদর মডেল থানার ওসি তদন্ত বিল্লাল হোসেন জানান,আমি বাল্যবিবাহের খবর পেয়ে এসআই খালেদ মোশাররফের নেতৃত্বে পুলিশ পাঠিয়ে বিবাহ বন্ধ করে দেই।এ ব্যাপারে সদর দক্ষিণ উপজেলার সহকারী ভূমি অফিসার্স আবদুর রহমান বলেন,বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২০১৭ ধারা মোতাবেক আইনে বিবাহ না হওয়ার কারনে মুচলেখা নিয়ে খাবার গুলো এতিমখানায় দিয়ে দেওয়ার নিয়ম থাকায় এ আইনের ধারাটি কার্যকর করা হয়েছে।স্থানীয় বাহারুল উলূম এতিম খানা মাদরাসায় খাবার গুলো পাঠানো হয়।