কুমিল্লায় সৌদি প্রবাসীর সম্পত্তি দখল ও হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৫৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • / ১৭৬ Time View

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নে এক সৌদি প্রবাসীর সম্পত্তি দখল ও হামলার অভিযোগে রবিবার(২৮ আগস্ট)৯ জনকে আসামী করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে পূর্বে থানায় অভিযোগ করেও ভূমি রক্ষা করতে পারছে না প্রবাসী পরিবার এমন অভিযোগ পাওয়া গেছে স্থানীয় জনগণের কাছ থেকে।

নিজের ভিটে-মাটি রক্ষার জন্য সর্বমহলের কাছে আবেদন জানিয়েছেন গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের গিলাতলতী গ্রামের সৌদি প্রবাসী তৌহিদুল ইসলাম।দাদা ও বাবার পৈত্রিক সম্পত্তির ৫ শতক একটি জায়গাতে পরিবারের সকলে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছে।প্রবাসী পরিবারের জায়গাটি আব্দুর রশীদের ছেলে সহিদুল ইসলাম মোখলেসুর রহমানের স্ত্রী আঞ্জুমান(৬০)এর নিকট বিক্রির নামে টাকা নেয়।

এতে সম্পত্তি জোড় করে দখল ও উচ্ছেদের পায়তারা করে জায়গা কবলা দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে।এই বিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিগন সমাধার জন্য বৈঠকে বসলে ঐ বৈঠকে মৃত হোসেন আলীর ছেলে লিটন মিয়া(৪৫)।সেকান্দার আলীর ছেলে সিরাজুল(৪০)।মৃত হোসেনের ছেলে তোফায়েল আহাম্মদ আজাদ।মোখলেছুর রহমানের স্ত্রী আঞ্জুমান আরা বেগম(৬০)।মনির হোসেন(৪০)।খাদিজা আক্তার(৩৫)।আলমগীর হোসেন(৩৫)।শিল্পী আক্তার(৩০।সহিদুল(৫০) সহ আরো কয়েকজন প্রবাসী তৌহিদুলের উপর আতর্কিত হামলা চালায়।এতে হামলায় আহত হন প্রবাসী তৌহিদুল ইসলাম।

বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এলাকায়।ফের যেকোন সময় সংঘাত-সংঘর্ষ হতে পারে বলে এলাকার লোকজন আশংকা প্রকাশ করছেন।এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই মামুন বলেন,অভিযোগের বিষয়ে আমরা তদন্ত করছি।ঘটনার সত্যতা পেলে আসামিদের আটক করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

কুমিল্লায় সৌদি প্রবাসীর সম্পত্তি দখল ও হামলার অভিযোগ

Update Time : ১১:৫৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নে এক সৌদি প্রবাসীর সম্পত্তি দখল ও হামলার অভিযোগে রবিবার(২৮ আগস্ট)৯ জনকে আসামী করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে পূর্বে থানায় অভিযোগ করেও ভূমি রক্ষা করতে পারছে না প্রবাসী পরিবার এমন অভিযোগ পাওয়া গেছে স্থানীয় জনগণের কাছ থেকে।

নিজের ভিটে-মাটি রক্ষার জন্য সর্বমহলের কাছে আবেদন জানিয়েছেন গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের গিলাতলতী গ্রামের সৌদি প্রবাসী তৌহিদুল ইসলাম।দাদা ও বাবার পৈত্রিক সম্পত্তির ৫ শতক একটি জায়গাতে পরিবারের সকলে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছে।প্রবাসী পরিবারের জায়গাটি আব্দুর রশীদের ছেলে সহিদুল ইসলাম মোখলেসুর রহমানের স্ত্রী আঞ্জুমান(৬০)এর নিকট বিক্রির নামে টাকা নেয়।

এতে সম্পত্তি জোড় করে দখল ও উচ্ছেদের পায়তারা করে জায়গা কবলা দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে।এই বিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিগন সমাধার জন্য বৈঠকে বসলে ঐ বৈঠকে মৃত হোসেন আলীর ছেলে লিটন মিয়া(৪৫)।সেকান্দার আলীর ছেলে সিরাজুল(৪০)।মৃত হোসেনের ছেলে তোফায়েল আহাম্মদ আজাদ।মোখলেছুর রহমানের স্ত্রী আঞ্জুমান আরা বেগম(৬০)।মনির হোসেন(৪০)।খাদিজা আক্তার(৩৫)।আলমগীর হোসেন(৩৫)।শিল্পী আক্তার(৩০।সহিদুল(৫০) সহ আরো কয়েকজন প্রবাসী তৌহিদুলের উপর আতর্কিত হামলা চালায়।এতে হামলায় আহত হন প্রবাসী তৌহিদুল ইসলাম।

বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এলাকায়।ফের যেকোন সময় সংঘাত-সংঘর্ষ হতে পারে বলে এলাকার লোকজন আশংকা প্রকাশ করছেন।এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই মামুন বলেন,অভিযোগের বিষয়ে আমরা তদন্ত করছি।ঘটনার সত্যতা পেলে আসামিদের আটক করা হবে।