কুমিল্লার সাংবাদিক হাবিব জালাল আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
  • / ১৫৫ Time View

সোহাইবুল ইসলাম সোহাগ:

কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ডাক প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক হাবিব আল-জালাল (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি কিডনী ও হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি প্রথমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন। পরে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে প্রথমে কুমিল্লা ও পরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৩ মেয়ে, ৩ ভাই, ৩ বোনসহ বহু আত্মীয়-স্বজন শুভাকাঙ্খী রেখে গেছেন। তিনি জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

সোমবার কুমিল্লা বলরামপুরে সকাল ১০টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার হবে। তার মৃত্যুতে কুমিল্লায় কর্মরত প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং কুমিল্লা প্রেস ক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

কুমিল্লার সাংবাদিক হাবিব জালাল আর নেই

Update Time : ০১:০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১

সোহাইবুল ইসলাম সোহাগ:

কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ডাক প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক হাবিব আল-জালাল (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি কিডনী ও হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি প্রথমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন। পরে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে প্রথমে কুমিল্লা ও পরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৩ মেয়ে, ৩ ভাই, ৩ বোনসহ বহু আত্মীয়-স্বজন শুভাকাঙ্খী রেখে গেছেন। তিনি জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

সোমবার কুমিল্লা বলরামপুরে সকাল ১০টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার হবে। তার মৃত্যুতে কুমিল্লায় কর্মরত প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং কুমিল্লা প্রেস ক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।