কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত ৭

  • Update Time : ০১:২১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • / 178
আন্তর্জাতিক ডেস্ক:

জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে সাতজন নিহত হয়েছেন। তারা সবাই জঙ্গি ছিল বলে দাবি করেছে পুলিশ। অভিযানে চার সেনা সদস্য আহত হয়েছে বলে হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৮ এপ্রিল) দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে সেনা অভিযান চালানো হয়। তারা একটি মসজিদের মধ্যে লুকিয়ে ছিল। সেখানে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মসজিদের মধ্যেই পাঁচজন নিহত হন। আহত অবস্থায় দুইজন সেখান থেকে পালিয়ে যান। পরে তাদের ধাওয়া করে পুলওয়ামার ত্রালে হত্যা করা হয়।

পুলিশ জানায়, জঙ্গিরা আল-কায়দার একটি শাখা সংগঠন আনসার গাজওয়াত উল হিন্দ নামে একটি সংগঠনের সদস্য।

পুলিশের আইজি বিজয় কুমার জানান, প্রথমে পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণ করার জন্য খবর পাঠানো হয়। কিন্তু জঙ্গিরা আত্মসমর্পণ করতে চাননি। এরপর জঙ্গিদের বের করে নিয়ে আসার জন্য কাঁদানে গ্যাসের শেল ফেলা হয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এমনভাবে গোটা অভিযান চালানো হয়, যাতে মসজিদের কোনো ক্ষতি না হয়।

Please Share This Post in Your Social Media

কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত ৭

Update Time : ০১:২১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
আন্তর্জাতিক ডেস্ক:

জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে সাতজন নিহত হয়েছেন। তারা সবাই জঙ্গি ছিল বলে দাবি করেছে পুলিশ। অভিযানে চার সেনা সদস্য আহত হয়েছে বলে হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৮ এপ্রিল) দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে সেনা অভিযান চালানো হয়। তারা একটি মসজিদের মধ্যে লুকিয়ে ছিল। সেখানে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মসজিদের মধ্যেই পাঁচজন নিহত হন। আহত অবস্থায় দুইজন সেখান থেকে পালিয়ে যান। পরে তাদের ধাওয়া করে পুলওয়ামার ত্রালে হত্যা করা হয়।

পুলিশ জানায়, জঙ্গিরা আল-কায়দার একটি শাখা সংগঠন আনসার গাজওয়াত উল হিন্দ নামে একটি সংগঠনের সদস্য।

পুলিশের আইজি বিজয় কুমার জানান, প্রথমে পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণ করার জন্য খবর পাঠানো হয়। কিন্তু জঙ্গিরা আত্মসমর্পণ করতে চাননি। এরপর জঙ্গিদের বের করে নিয়ে আসার জন্য কাঁদানে গ্যাসের শেল ফেলা হয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এমনভাবে গোটা অভিযান চালানো হয়, যাতে মসজিদের কোনো ক্ষতি না হয়।