কাল থেকে খুলছে বিমা অফিস

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • / ১৪০ Time View

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল সোমবার (৫ জুলাই) থেকে সীমিত পরিসরে খুলছে দেশের লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানির অফিস।

রোববার (৪ জুলাই) সন্ধ্যায় এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

একইসঙ্গে লকডাউন চলাকালে নিয়ন্ত্রক সংস্থাসহ বিমা কোম্পানির কর্মকর্তা ও কর্মীদের যাতায়াতে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকেও চিঠি দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

নির্দেশনা অনুসারে, আগামী ৭ জুলাই পর্যন্ত আইডিআরএ কার্যালয়সহ সকল বিমা কোম্পানির প্রধান কার্যালয় এবং কতিপয় গুরুত্বপূর্ণ শাখা অফিস খুলতে পারবে। এক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক জনবল নিয়ে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে অফিস পরিচালনা করতে হবে।

এ ছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে আনা-নেয়ার জন্য সংশ্লিষ্ট বীমা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে বিমাকারীর কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র আবশ্যিকভাবে বহন করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই নির্দেশনা।

Please Share This Post in Your Social Media

কাল থেকে খুলছে বিমা অফিস

Update Time : ১০:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল সোমবার (৫ জুলাই) থেকে সীমিত পরিসরে খুলছে দেশের লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানির অফিস।

রোববার (৪ জুলাই) সন্ধ্যায় এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

একইসঙ্গে লকডাউন চলাকালে নিয়ন্ত্রক সংস্থাসহ বিমা কোম্পানির কর্মকর্তা ও কর্মীদের যাতায়াতে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকেও চিঠি দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

নির্দেশনা অনুসারে, আগামী ৭ জুলাই পর্যন্ত আইডিআরএ কার্যালয়সহ সকল বিমা কোম্পানির প্রধান কার্যালয় এবং কতিপয় গুরুত্বপূর্ণ শাখা অফিস খুলতে পারবে। এক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক জনবল নিয়ে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে অফিস পরিচালনা করতে হবে।

এ ছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে আনা-নেয়ার জন্য সংশ্লিষ্ট বীমা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে বিমাকারীর কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র আবশ্যিকভাবে বহন করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই নির্দেশনা।