কাঁচা আমের জিলাপি তৈরিতে প্রতারণা, রসগোল্লা মিষ্টি ভাণ্ডারকে জরিমানা

  • Update Time : ০৯:৪০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
  • / 203

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী উপশহর নিউমার্কেট এলাকার আলোচিত ‘কাঁচা আমের জিলাপি’ তৈরিতে ব্যবহৃত উপাদান নিয়ে গ্রাহকদের বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রচারণায় প্রতারণার অভিযোগে ‘রসগোল্লা’ মিষ্টি ভাণ্ডারকে জরিমানা করা হয়েছে।

গত কাল শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর তিনটার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও বিএসটিআই যৌথ অভিযান পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা করে ।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী বিভাগের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, ‘রাজশাহীতে কাঁচা আমের জিলাপি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। কিন্তু এই জিলাপি তৈরিতে কাঁচা আমের বিষয়টি পুরোপুরি নেই। মাসকালাইয়ের ডাল, ডালডাসহ অন্যান্য উপকরণের সঙ্গে ছোট ছোট আম সামান্য থাকছে। ফুড গ্রেড কালার ব্যবহার করা হচ্ছে। এখানে কাঁচা আমের বিষয়টা বলতে যে কনসেপ্ট ডেভলপ করেছে তা পুরোপুরি ঠিক না। তারা গ্রাহকদের যে কমিটমেন্ট করেছে তা রক্ষা করতে পারেনি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এটি অপরাধ।’

Tag :

Please Share This Post in Your Social Media

কাঁচা আমের জিলাপি তৈরিতে প্রতারণা, রসগোল্লা মিষ্টি ভাণ্ডারকে জরিমানা

Update Time : ০৯:৪০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী উপশহর নিউমার্কেট এলাকার আলোচিত ‘কাঁচা আমের জিলাপি’ তৈরিতে ব্যবহৃত উপাদান নিয়ে গ্রাহকদের বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রচারণায় প্রতারণার অভিযোগে ‘রসগোল্লা’ মিষ্টি ভাণ্ডারকে জরিমানা করা হয়েছে।

গত কাল শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর তিনটার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও বিএসটিআই যৌথ অভিযান পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা করে ।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী বিভাগের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, ‘রাজশাহীতে কাঁচা আমের জিলাপি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। কিন্তু এই জিলাপি তৈরিতে কাঁচা আমের বিষয়টি পুরোপুরি নেই। মাসকালাইয়ের ডাল, ডালডাসহ অন্যান্য উপকরণের সঙ্গে ছোট ছোট আম সামান্য থাকছে। ফুড গ্রেড কালার ব্যবহার করা হচ্ছে। এখানে কাঁচা আমের বিষয়টা বলতে যে কনসেপ্ট ডেভলপ করেছে তা পুরোপুরি ঠিক না। তারা গ্রাহকদের যে কমিটমেন্ট করেছে তা রক্ষা করতে পারেনি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এটি অপরাধ।’