কর্মস্থলে ফিরতে যাত্রীদের ঢল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:৩৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • / ৯৬ Time View

 

শিবচর (মাদারিপুর) প্রতিনিধি:

বাংলাবাজার ঘাট হয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে কর্মস্থলে ফেরা যাত্রীদের ঢল নেমেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী চাপ আরও বাড়ছে। আজ শুক্রবার সকাল থেকেই যাত্রীদের চাপে ফেরিগুলোতে অ্যাম্বুলেন্সসহ জরুরি গাড়ি পারাপার বিঘ্নিত হচ্ছে। যাত্রী চাপ সামাল দিতে খালি ফেরি আনা হচ্ছে শিমুলিয়া ঘাট থেকে।

দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা দ্বিগুন-তিনগুন ভাড়া দিয়ে মোটরসাইকেলে, ৩ চাকার ইজিবাইক থ্রি হুইলার, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে চরম ঝুকি নিয়ে বাংলাবাজার ঘাটে এসে প্রচণ্ড গরমে ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন। অনেকে চরম ঝুঁকি নিয়েও ফেরিতে উঠছেন। তবে বাংলাবাজার ঘাটে ফেরিতে নির্ধারিত ২৫ টাকাই আদায় করা হচ্ছে। পর্যাপ্ত ফেরি থাকলেও যাত্রীদের চাপ বেশি থাকায় বাংলাবাজার ঘাটে প্রখর রোদে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় দুর্ভোগ পোহাচ্ছেন। প্রচণ্ড গরমে এদিনও কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন।

ফেরিতে গাদাগাদি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে কঠোর নজরদারি করতে দেখা গেছে। এছাড়া শিমুলিয়া থেকেও এখনো অনেক যাত্রী দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যেতে দেখা গেছে।

অপরদিকে দূর পাল্লার বাস বন্ধ থাকলেও এদিন খুলনা, বাগেরহাট ও বরিশাল থেকে বেশ কয়েকটি বাস যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাট থেকে প্রায় ২ কিলোমিটার দূরে যাত্রীদের নামিয়ে দেয়। যাত্রীরা সেখান থেকে ভ্যান, ইজিবাইকে করে ঘাটে আসেন। বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায় করা হয় বলে যাত্রীরা অভিযোগ করেন।

এ বিষয়ে বাংলাবাজার ঘাট পুলিশ বুথের ট্রাফিক ইন্সপ্ক্টের মো.আশিকুর রহমান জানান, নির্বিঘ্নে যাত্রী পারাপারে ঘাটে পর্যাপ্ত পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। শিমুলীয়া থেকে আসা ফেরিগুলো থেকে আগে যাত্রী ও যানবাহন নামিয়ে তারপর যাত্রী বোঝাই করা হচ্ছে। ফেরিগুলোতে যেন গাদাগাদি করে যাত্রীরা উঠতে না পারে সে ব্যাপারে কঠোর নজরদারি রাখা হচ্ছে। যাত্রীদের পারাপার করতে শিমুলীয়া থেকে খালি ফেরি বাংলাবাজার ঘাটে আনা হচ্ছে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

কর্মস্থলে ফিরতে যাত্রীদের ঢল

Update Time : ০৩:৩৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১

 

শিবচর (মাদারিপুর) প্রতিনিধি:

বাংলাবাজার ঘাট হয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে কর্মস্থলে ফেরা যাত্রীদের ঢল নেমেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী চাপ আরও বাড়ছে। আজ শুক্রবার সকাল থেকেই যাত্রীদের চাপে ফেরিগুলোতে অ্যাম্বুলেন্সসহ জরুরি গাড়ি পারাপার বিঘ্নিত হচ্ছে। যাত্রী চাপ সামাল দিতে খালি ফেরি আনা হচ্ছে শিমুলিয়া ঘাট থেকে।

দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা দ্বিগুন-তিনগুন ভাড়া দিয়ে মোটরসাইকেলে, ৩ চাকার ইজিবাইক থ্রি হুইলার, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে চরম ঝুকি নিয়ে বাংলাবাজার ঘাটে এসে প্রচণ্ড গরমে ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন। অনেকে চরম ঝুঁকি নিয়েও ফেরিতে উঠছেন। তবে বাংলাবাজার ঘাটে ফেরিতে নির্ধারিত ২৫ টাকাই আদায় করা হচ্ছে। পর্যাপ্ত ফেরি থাকলেও যাত্রীদের চাপ বেশি থাকায় বাংলাবাজার ঘাটে প্রখর রোদে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় দুর্ভোগ পোহাচ্ছেন। প্রচণ্ড গরমে এদিনও কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন।

ফেরিতে গাদাগাদি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে কঠোর নজরদারি করতে দেখা গেছে। এছাড়া শিমুলিয়া থেকেও এখনো অনেক যাত্রী দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যেতে দেখা গেছে।

অপরদিকে দূর পাল্লার বাস বন্ধ থাকলেও এদিন খুলনা, বাগেরহাট ও বরিশাল থেকে বেশ কয়েকটি বাস যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাট থেকে প্রায় ২ কিলোমিটার দূরে যাত্রীদের নামিয়ে দেয়। যাত্রীরা সেখান থেকে ভ্যান, ইজিবাইকে করে ঘাটে আসেন। বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায় করা হয় বলে যাত্রীরা অভিযোগ করেন।

এ বিষয়ে বাংলাবাজার ঘাট পুলিশ বুথের ট্রাফিক ইন্সপ্ক্টের মো.আশিকুর রহমান জানান, নির্বিঘ্নে যাত্রী পারাপারে ঘাটে পর্যাপ্ত পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। শিমুলীয়া থেকে আসা ফেরিগুলো থেকে আগে যাত্রী ও যানবাহন নামিয়ে তারপর যাত্রী বোঝাই করা হচ্ছে। ফেরিগুলোতে যেন গাদাগাদি করে যাত্রীরা উঠতে না পারে সে ব্যাপারে কঠোর নজরদারি রাখা হচ্ছে। যাত্রীদের পারাপার করতে শিমুলীয়া থেকে খালি ফেরি বাংলাবাজার ঘাটে আনা হচ্ছে বলেও জানান তিনি।