করোনায় ময়মনসিংহ মেডিকেলে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:২৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • / ৪৩ Time View

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এদের করোনায় একজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন।

সোমবার (২ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদর উপজেলার আবুল কাশেম ভূইয়া (৮২), তারাকান্দার কল্পনা (৩৫), হালিম (৪৫), ধোবাউড়ার তামান্না (২৫), হালুয়াঘাটের মাহবুব আলম (৬২), ভালুকার সুলতান আহমেদ (৭০), জামালপুর ইসলামপুরের মেশু মিস্ত্রি (৬৫)। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রহিমা খাতুন (৬৬)।

তিনি আরও জানান, আইসিইউতে চারজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত একদিনে নতুন ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩০৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন আটজন। শনাক্তের হার ২ দশমিক ৬৪ শতাংশ। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৯৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ১১৮ জন।

Please Share This Post in Your Social Media

করোনায় ময়মনসিংহ মেডিকেলে আরও ৮ জনের মৃত্যু

Update Time : ১০:২৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এদের করোনায় একজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন।

সোমবার (২ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদর উপজেলার আবুল কাশেম ভূইয়া (৮২), তারাকান্দার কল্পনা (৩৫), হালিম (৪৫), ধোবাউড়ার তামান্না (২৫), হালুয়াঘাটের মাহবুব আলম (৬২), ভালুকার সুলতান আহমেদ (৭০), জামালপুর ইসলামপুরের মেশু মিস্ত্রি (৬৫)। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রহিমা খাতুন (৬৬)।

তিনি আরও জানান, আইসিইউতে চারজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত একদিনে নতুন ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩০৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন আটজন। শনাক্তের হার ২ দশমিক ৬৪ শতাংশ। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৯৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ১১৮ জন।