করোনায় অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীবের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • / ১৪৮ Time View
নিজস্ব প্রতিনিধি:

করোনায় জীবন উৎসর্গ করলেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আহসান হাবীব(৩৭)। তিনি ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, রাঙ্গামাটিতে কর্মরত ছিলেন।

চাঁদপুর জেলাধীন (মতলব সার্কেল) সাবেক সহকারী পুলিশ সুপার আহসান হাবীব বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গত ৬ জুলাই থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

১৬ মাসে মতলবে সততার সাথে দায়িত্ব  পালনে সব মহলের নিকট গ্রহণ যোগ্যতা অর্জন করে মতলববাসীর হৃদয় কেড়ে নিয়েছেন এই চৌকস পুলিশ কর্মকর্তা আহসান হাবীব।

তাঁর মৃত্যুতে রাঙ্গামাটি,মতলব উত্তর ও দক্ষিণ থানা পুলিশের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মোঃ আহসান হাবীব ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি গত মে মাসে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।

মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ৫ ভাই, ২ বোনসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। গত বছর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আজ (১৬ জুলাই) বিকাল ৩টায় তার গ্রামের বাড়িতে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে ১০১ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

Please Share This Post in Your Social Media

করোনায় অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীবের মৃত্যু

Update Time : ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
নিজস্ব প্রতিনিধি:

করোনায় জীবন উৎসর্গ করলেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আহসান হাবীব(৩৭)। তিনি ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, রাঙ্গামাটিতে কর্মরত ছিলেন।

চাঁদপুর জেলাধীন (মতলব সার্কেল) সাবেক সহকারী পুলিশ সুপার আহসান হাবীব বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গত ৬ জুলাই থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

১৬ মাসে মতলবে সততার সাথে দায়িত্ব  পালনে সব মহলের নিকট গ্রহণ যোগ্যতা অর্জন করে মতলববাসীর হৃদয় কেড়ে নিয়েছেন এই চৌকস পুলিশ কর্মকর্তা আহসান হাবীব।

তাঁর মৃত্যুতে রাঙ্গামাটি,মতলব উত্তর ও দক্ষিণ থানা পুলিশের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মোঃ আহসান হাবীব ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি গত মে মাসে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।

মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ৫ ভাই, ২ বোনসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। গত বছর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আজ (১৬ জুলাই) বিকাল ৩টায় তার গ্রামের বাড়িতে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে ১০১ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।