করোনায় খুলনায় আরও চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৪৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • / ১৬৪ Time View

নিজস্ব প্রতিবেদক:

খুলনার দুটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১৪ জুন খুলনার হাসপাতালে সর্বনিম্ন চারজনের মৃত্যু হয়েছিল।

রোববার (১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে তিন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজনের মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৭ জন। যার মধ্যে রেড জোনে ৫০, ইয়ালো জোনে ৫৩,আইসিইউতে ২০ এবং এইচডিইউতে ১৪ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জের গোবরা এলাকার ফয়জুল চৌধুরী (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৩ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন।

Please Share This Post in Your Social Media

করোনায় খুলনায় আরও চারজনের মৃত্যু

Update Time : ১১:৪৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক:

খুলনার দুটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১৪ জুন খুলনার হাসপাতালে সর্বনিম্ন চারজনের মৃত্যু হয়েছিল।

রোববার (১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে তিন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজনের মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৭ জন। যার মধ্যে রেড জোনে ৫০, ইয়ালো জোনে ৫৩,আইসিইউতে ২০ এবং এইচডিইউতে ১৪ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জের গোবরা এলাকার ফয়জুল চৌধুরী (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৩ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন।