কক্সবাজারে বাস ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১৯২ Time View
বিপ্লব দাশ,চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় যাত্রিবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
.
চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
.
নিহতরা হলেন-চকরিয়া উপজেলার ডুলহাজারা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মাইক্রোবাস চালক এনামুল হক (২২) এবং পেকুয়া উপজেলার শিলখালী এলাকার চান মিয়ার ছেলে আবু তালেব (৪০)।
.
আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। তবে নিহত ও আহতরা সকলে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটির যাত্রী বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
.
প্রত্যক্ষদর্শীদের বরাতে উপ-পরিদর্শক সিরাজুল বলেন, সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ইসলাম নগর এলাকায় কক্সবাজারমুখী যাত্রিবাহী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
.
দুর্ঘটনায় মাইক্রোবাসটির চালক ঘটনাস্থলে নিহত এবং ৮ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
.
দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই বাসটির চালক ও সহকারি পালিয়ে গেছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
.
এর আগে, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর একজন আহত হওয়ার ঘটনা ঘটেছিলো।
Tag :

Please Share This Post in Your Social Media

কক্সবাজারে বাস ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

Update Time : ০৩:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
বিপ্লব দাশ,চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় যাত্রিবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
.
চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
.
নিহতরা হলেন-চকরিয়া উপজেলার ডুলহাজারা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মাইক্রোবাস চালক এনামুল হক (২২) এবং পেকুয়া উপজেলার শিলখালী এলাকার চান মিয়ার ছেলে আবু তালেব (৪০)।
.
আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। তবে নিহত ও আহতরা সকলে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটির যাত্রী বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
.
প্রত্যক্ষদর্শীদের বরাতে উপ-পরিদর্শক সিরাজুল বলেন, সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ইসলাম নগর এলাকায় কক্সবাজারমুখী যাত্রিবাহী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
.
দুর্ঘটনায় মাইক্রোবাসটির চালক ঘটনাস্থলে নিহত এবং ৮ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
.
দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই বাসটির চালক ও সহকারি পালিয়ে গেছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
.
এর আগে, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর একজন আহত হওয়ার ঘটনা ঘটেছিলো।