একদিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বানিজ্য শুরু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৫০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • / ১৫৭ Time View

 

মো: সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):
একদিন বন্ধ থাকার পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে পুনরায় আমদানি-রফতানি বানিজ্য চালু হয়েছে।
ভারতের পেট্রাপোল বন্দরের জীবন- জীবিকা বাঁচাও নামে একটি সংগঠনের ডাকা কর্মবিরতী প্রত্যাহার করায় সচল হয়ে উঠেছে দু-দেশের স্থলবন্দর।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি- রফতানি বাণিজ্য শুরু হয়।
বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, বাণিজ্য পরিচালনায় নিরাপত্তার নামে সীমান্তরক্ষী বিএসএফ কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ পণ্য খালাসের জটিলতা নিরসনে ৫ দফা দাবি বাস্তবায়নে “জীবন-জীবিকা বাচাও” সংগঠনটি গতকাল (সোমবার) দুপুুর থেকে ধর্মঘটের ডাক দিয়ে আমদানি-রফতানি বন্ধ করে দেয়। সংগঠনটির সাথে একাত্বতা ঘোষণা করে ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এসোসিয়েশন, আমদানি-রফতানি সমিতি, ট্রাক ট্রান্সপোর্টসহ সংশ্লিষ্ট বাণিজ্যিক সংগঠনগুলো। এতে করে দু’দেশের বন্দরে প্রবেশের অপেক্ষায় সহস্রাধিক ট্রাক আমদানি-রফতানি পণ্য নিয়ে আটকা পড়ে যায়।
বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সভাপতি- মুজিবর রহমান জানান, আমরা বাণিজ্য সচলের জন্য গতকাল থেকে তাদেরকে আহবান জানিয়ে আসছি, কিন্তু তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় কোন ট্রাক বন্দরে প্রবেশ করতে পারেনি। আজ সকালে তারা সন্তোষ জনক একটি সমাধানের আশ্বাসে কর্মবিরতী প্রত্যাহার করে নেয় এবং সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক(ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি শুরু হয়েছে। আটকে থাকা পণ্য যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস নিতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৫ শতাধিক ট্রাক আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে ঢোকে এবং দেড় শতাধিক ট্রাক রপ্তানি পণ্য নিয়ে ভারতে প্রবেশ করে। ফলে, বেনাপোল বন্দর থেকে সরকারের প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়ে থাকে।
Tag :

Please Share This Post in Your Social Media

একদিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বানিজ্য শুরু

Update Time : ১১:৫০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

 

মো: সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):
একদিন বন্ধ থাকার পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে পুনরায় আমদানি-রফতানি বানিজ্য চালু হয়েছে।
ভারতের পেট্রাপোল বন্দরের জীবন- জীবিকা বাঁচাও নামে একটি সংগঠনের ডাকা কর্মবিরতী প্রত্যাহার করায় সচল হয়ে উঠেছে দু-দেশের স্থলবন্দর।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি- রফতানি বাণিজ্য শুরু হয়।
বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, বাণিজ্য পরিচালনায় নিরাপত্তার নামে সীমান্তরক্ষী বিএসএফ কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ পণ্য খালাসের জটিলতা নিরসনে ৫ দফা দাবি বাস্তবায়নে “জীবন-জীবিকা বাচাও” সংগঠনটি গতকাল (সোমবার) দুপুুর থেকে ধর্মঘটের ডাক দিয়ে আমদানি-রফতানি বন্ধ করে দেয়। সংগঠনটির সাথে একাত্বতা ঘোষণা করে ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এসোসিয়েশন, আমদানি-রফতানি সমিতি, ট্রাক ট্রান্সপোর্টসহ সংশ্লিষ্ট বাণিজ্যিক সংগঠনগুলো। এতে করে দু’দেশের বন্দরে প্রবেশের অপেক্ষায় সহস্রাধিক ট্রাক আমদানি-রফতানি পণ্য নিয়ে আটকা পড়ে যায়।
বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সভাপতি- মুজিবর রহমান জানান, আমরা বাণিজ্য সচলের জন্য গতকাল থেকে তাদেরকে আহবান জানিয়ে আসছি, কিন্তু তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় কোন ট্রাক বন্দরে প্রবেশ করতে পারেনি। আজ সকালে তারা সন্তোষ জনক একটি সমাধানের আশ্বাসে কর্মবিরতী প্রত্যাহার করে নেয় এবং সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক(ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি শুরু হয়েছে। আটকে থাকা পণ্য যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস নিতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৫ শতাধিক ট্রাক আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে ঢোকে এবং দেড় শতাধিক ট্রাক রপ্তানি পণ্য নিয়ে ভারতে প্রবেশ করে। ফলে, বেনাপোল বন্দর থেকে সরকারের প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়ে থাকে।