এই শহরে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
  • / ১৯২ Time View
এই শহরে
কে এম আল-আমিন
.
এই শহরে-
নেই একফোটা মন
আছে শুধু গোলকধাঁধার বিস্তর অবিশ্বাস,
তীব্র কোলাহলে নীরব সংকটে এখানে প্রাণ
ক্রমশয় এ পান্তে অভয়ের বড়-ই দীর্ঘশ্বাস।
.
এই শহরে-
বিন্দুমাত্র নেই সবুজের সমাহার
আছে শুধু বুকের গহীনে জমাটবাঁধা দুঃখের পাহাড়,
ক্ষুধার তাড়ানো স্টেশনের বাচ্চাগুলো প্রতিদিন খায় মার
ব্যথার চিৎকার অতঃপর চোখে তাদের নেমে আসে পানির সাগর।
.
এই শহরে-
নেই কোন প্রকার ল্যাম্পপোস্ট
নিয়মের অন্তরালে অনিয়মের ট্রাফিক সিগনাল,
পথপ্রান্তে ময়লার স্তুপে ফুসফুস হয় লস্ট
অতঃপর মসকিউটের দখলে পাড়া-মহল্লার ড্রেন খাল।
.
এই শহরে-
নেই কোন প্রকার ছন্দ
তপ্ত দুপুরেন্যায় জ্বলছি দিনের পর মাস তারপর বছর ছয়,
সুখ কিংবা দুঃখে খোলা কণ্ঠের স্বাদ পাইনি বিন্দু
তবু মন বলে এই স্থানের বাইরে জীবন নয়।
.
এই শহরে-
আছে এমন অনেকজন
প্রিয় হারানোর ব্যাথায় বুক হয়েছে ঘা,
অতঃপর অন্তর ক্ষুধায় দেহের পন
জনস্রোতে খুঁজে বেড়ায় চেনা কোমল পা।
.
এই শহরে-
ব্যথার ছোবলে রাতের আধারে পূর্ণিমা
চোখে জুটেনি কতকাল,
ইট পাহাড়ের চার দেয়ালের ফাঁকে পূর্ণচন্দ্র
চোখের কোনায় সীমাবদ্ধতার জাল।
.
এই শহরে-
হাজার লোকের ভিড়ে হাসিমাখা মুখ বড়ই অভাব,
ব্যাপকতায় ঘিরে অভিনয়ের বলয়ে মিথ্যে হাসির স্বভাব।
.
লেখক: উপদেষ্টা, ন্যাশনাল চিলড্রেন’স ট্র্যাস্ক র্ফোস, 
          চাঁদপুর জেলা শাখা।
Tag :

Please Share This Post in Your Social Media

এই শহরে

Update Time : ০৮:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
এই শহরে
কে এম আল-আমিন
.
এই শহরে-
নেই একফোটা মন
আছে শুধু গোলকধাঁধার বিস্তর অবিশ্বাস,
তীব্র কোলাহলে নীরব সংকটে এখানে প্রাণ
ক্রমশয় এ পান্তে অভয়ের বড়-ই দীর্ঘশ্বাস।
.
এই শহরে-
বিন্দুমাত্র নেই সবুজের সমাহার
আছে শুধু বুকের গহীনে জমাটবাঁধা দুঃখের পাহাড়,
ক্ষুধার তাড়ানো স্টেশনের বাচ্চাগুলো প্রতিদিন খায় মার
ব্যথার চিৎকার অতঃপর চোখে তাদের নেমে আসে পানির সাগর।
.
এই শহরে-
নেই কোন প্রকার ল্যাম্পপোস্ট
নিয়মের অন্তরালে অনিয়মের ট্রাফিক সিগনাল,
পথপ্রান্তে ময়লার স্তুপে ফুসফুস হয় লস্ট
অতঃপর মসকিউটের দখলে পাড়া-মহল্লার ড্রেন খাল।
.
এই শহরে-
নেই কোন প্রকার ছন্দ
তপ্ত দুপুরেন্যায় জ্বলছি দিনের পর মাস তারপর বছর ছয়,
সুখ কিংবা দুঃখে খোলা কণ্ঠের স্বাদ পাইনি বিন্দু
তবু মন বলে এই স্থানের বাইরে জীবন নয়।
.
এই শহরে-
আছে এমন অনেকজন
প্রিয় হারানোর ব্যাথায় বুক হয়েছে ঘা,
অতঃপর অন্তর ক্ষুধায় দেহের পন
জনস্রোতে খুঁজে বেড়ায় চেনা কোমল পা।
.
এই শহরে-
ব্যথার ছোবলে রাতের আধারে পূর্ণিমা
চোখে জুটেনি কতকাল,
ইট পাহাড়ের চার দেয়ালের ফাঁকে পূর্ণচন্দ্র
চোখের কোনায় সীমাবদ্ধতার জাল।
.
এই শহরে-
হাজার লোকের ভিড়ে হাসিমাখা মুখ বড়ই অভাব,
ব্যাপকতায় ঘিরে অভিনয়ের বলয়ে মিথ্যে হাসির স্বভাব।
.
লেখক: উপদেষ্টা, ন্যাশনাল চিলড্রেন’স ট্র্যাস্ক র্ফোস, 
          চাঁদপুর জেলা শাখা।