উবারে কোনো জিনিস হারালে ফিরে পাবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:৩৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • / ১০৬ Time View

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :

বিশ্বের যেসব দেশে উবার যত্রীরা সবচেয়ে বেশি জিনিসপত্র রেখে যান সেই তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের ঢাকা। গাড়িতে ফেলে আসা জিনিসগুলোর মধ্যে মোবাইল ফোন ও ক্যামেরার সংখ্যাই বেশি।

উবার জানিয়েছে, সপ্তাহের শুক্রবার যাত্রীরা সবচেয়ে বেশি জিনিসপত্র ভুলে রেখে যান উবার। আর যাত্রীদের ভুলে যাওয়ার তালিকার প্রথম ৫টি জিনিস হলো-মোবাইল, ব্যাগ, ওয়ালেট, হেডফোন ও কাগজপত্র।

যাত্রীদের আহ্বান জানিয়ে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান আরমানুর রহমান বলেন, গাড়ি থেকে নামার আগে সব জিনিসপত্র সঙ্গে নিয়ে নামতে ভুলবেন না। যদি ভুল করে কিছু ফেলেও যান, জানবেন যে আপনাকে সাহায্য করতে আমরা সবসময় প্রস্তুত।

উবারে কোনো জিনিস হারালে ফিরে পাবেন যেভাবে-

গাড়িতে ফেলে যাওয়া কোনো জিনিস উদ্ধারের সবচেয়ে কার্যকর উপায় হলো চালককে কল করা। কীভাবে করবেন, জেনে নিন-

* ‘ইয়োর ট্রিপস’ অপশনে ট্যাপ করুন এবং যে ট্রিপে আপনার জিনিসটি হারিয়ে গেছে তা সিলেক্ট করুন।

* নিচে স্ক্রল করে ‘ফাইন্ড লস্ট আইটেম’ অপশনে ট্যাপ করুন।

* ‘কন্ট্যাক্ট ড্রাইভার অ্যাবাউট আ লস্ট আইটেম’ অপশনে ট্যাপ করুন।

* স্ক্রল করে নিচে নামুন এবং আপনার সঙ্গে যোগযোগ করা যাবে এমন একটি ফোন নম্বর লিখুন। সাবমিট অপশনে ট্যাপ করুন।

* যদি নিজের ফোন হারিয়ে যায় তাহলে আপনার বন্ধুর ফোন নম্বর ব্যবহার করুন (এর জন্য আপনাকে কম্পিউটার বা বন্ধুর ফোন থেকে নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে)।

* আপনার ফোন বেজে উঠবে এবং আপনার চালকের মোবাইল নম্বরের সঙ্গে আপনাকে সরাসরি যুক্ত করে দেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

উবারে কোনো জিনিস হারালে ফিরে পাবেন যেভাবে

Update Time : ০৯:৩৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :

বিশ্বের যেসব দেশে উবার যত্রীরা সবচেয়ে বেশি জিনিসপত্র রেখে যান সেই তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের ঢাকা। গাড়িতে ফেলে আসা জিনিসগুলোর মধ্যে মোবাইল ফোন ও ক্যামেরার সংখ্যাই বেশি।

উবার জানিয়েছে, সপ্তাহের শুক্রবার যাত্রীরা সবচেয়ে বেশি জিনিসপত্র ভুলে রেখে যান উবার। আর যাত্রীদের ভুলে যাওয়ার তালিকার প্রথম ৫টি জিনিস হলো-মোবাইল, ব্যাগ, ওয়ালেট, হেডফোন ও কাগজপত্র।

যাত্রীদের আহ্বান জানিয়ে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান আরমানুর রহমান বলেন, গাড়ি থেকে নামার আগে সব জিনিসপত্র সঙ্গে নিয়ে নামতে ভুলবেন না। যদি ভুল করে কিছু ফেলেও যান, জানবেন যে আপনাকে সাহায্য করতে আমরা সবসময় প্রস্তুত।

উবারে কোনো জিনিস হারালে ফিরে পাবেন যেভাবে-

গাড়িতে ফেলে যাওয়া কোনো জিনিস উদ্ধারের সবচেয়ে কার্যকর উপায় হলো চালককে কল করা। কীভাবে করবেন, জেনে নিন-

* ‘ইয়োর ট্রিপস’ অপশনে ট্যাপ করুন এবং যে ট্রিপে আপনার জিনিসটি হারিয়ে গেছে তা সিলেক্ট করুন।

* নিচে স্ক্রল করে ‘ফাইন্ড লস্ট আইটেম’ অপশনে ট্যাপ করুন।

* ‘কন্ট্যাক্ট ড্রাইভার অ্যাবাউট আ লস্ট আইটেম’ অপশনে ট্যাপ করুন।

* স্ক্রল করে নিচে নামুন এবং আপনার সঙ্গে যোগযোগ করা যাবে এমন একটি ফোন নম্বর লিখুন। সাবমিট অপশনে ট্যাপ করুন।

* যদি নিজের ফোন হারিয়ে যায় তাহলে আপনার বন্ধুর ফোন নম্বর ব্যবহার করুন (এর জন্য আপনাকে কম্পিউটার বা বন্ধুর ফোন থেকে নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে)।

* আপনার ফোন বেজে উঠবে এবং আপনার চালকের মোবাইল নম্বরের সঙ্গে আপনাকে সরাসরি যুক্ত করে দেওয়া হবে।