উড়ন্ত রোহিতকে ফেরালেন সাকিব

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • / 10

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম‍্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

শনিবার (২২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামে দুই দল।

সাকিব আল হাসান বোলিংয়ে এসে একটু বেশি রান দিয়ে ফেলেন প্রথম ওভারে। দলে চতুর্থ ওভারে এসেই সাকিব আঘাত হানেন ভারত-শিবিরে।

২৩ রানে ফিরে যান ভারত অধিনায়ক রোহিত শার্মা। এ মুহূর্তে ৫ ওভারে এক উইকেট হারিয়ে ৪২ রান সংগ্রহ করে ভারত। ব্যাটিং করছেন পান্ত ও কোহলি।

এর আগে টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে একাদশে একটি বদল এনেছে লাল সবুজের প্রতিনিধিরা। তাসকিন আহমেদের বদলে খেলানো হচ্ছে জাকের আলি অনিককে।

ভারত অধিনায়ক রোহিত শার্মা বলেছেন, টস জিতলে তিনি আগে ব্যাটিংই নিতেন। এদিকে, ভারতকে ১৫০ থেকে ১৬০ রানের মধ্যে আটকাতে চায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার কাছে বড় পরাজয়ের পর বাংলাদেশের জন্য বাকি সবগুলো ম্যাচই এখন একরকম নকআউট।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, জাকের আলি অনিক, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

ভারত একাদশ: রোহিত শর্মা,বিরাট কোহলি, রিশভ পান্ত, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ,শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

Tag :

Please Share This Post in Your Social Media

উড়ন্ত রোহিতকে ফেরালেন সাকিব

Update Time : ০৯:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম‍্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

শনিবার (২২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামে দুই দল।

সাকিব আল হাসান বোলিংয়ে এসে একটু বেশি রান দিয়ে ফেলেন প্রথম ওভারে। দলে চতুর্থ ওভারে এসেই সাকিব আঘাত হানেন ভারত-শিবিরে।

২৩ রানে ফিরে যান ভারত অধিনায়ক রোহিত শার্মা। এ মুহূর্তে ৫ ওভারে এক উইকেট হারিয়ে ৪২ রান সংগ্রহ করে ভারত। ব্যাটিং করছেন পান্ত ও কোহলি।

এর আগে টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে একাদশে একটি বদল এনেছে লাল সবুজের প্রতিনিধিরা। তাসকিন আহমেদের বদলে খেলানো হচ্ছে জাকের আলি অনিককে।

ভারত অধিনায়ক রোহিত শার্মা বলেছেন, টস জিতলে তিনি আগে ব্যাটিংই নিতেন। এদিকে, ভারতকে ১৫০ থেকে ১৬০ রানের মধ্যে আটকাতে চায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার কাছে বড় পরাজয়ের পর বাংলাদেশের জন্য বাকি সবগুলো ম্যাচই এখন একরকম নকআউট।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, জাকের আলি অনিক, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

ভারত একাদশ: রোহিত শর্মা,বিরাট কোহলি, রিশভ পান্ত, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ,শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।