উখিয়া সীমান্তে বিজিবি-ইয়াবা কারবারিদের ‘গোলাগুলি’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৩৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • / ১৩৯ Time View

জেলা প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে ইয়াবা কারবারিদের সঙ্গে বিজিবির টহল টিমের ব্যাপক গোলাগুলি ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী সীমান্ত এলাকার ২০ নম্বর সীমানা পিলারের কাছে ইয়াবা কেনাবেচা নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি শুরু হয় দুই দল কারিবারিদের মধ্যে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ছুটে যায় বালুখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা। পরে ঘুমধুম ও পালংখালী বিওপির বিজিবি সদস্যরা যোগ দেয়। তারা ঘটনাস্থলে পৌঁছলে ইয়াবা কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। এসময় বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে বেশ কিছু সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে।

এক পর্যায়ে ইয়াবা কারবারিরা গুলি ছুড়তে ছুড়তে সীমান্তের ওপারে চলে যায়।

বিজিবির এই কর্মকর্তা জানান, গোলাগুলির ঘটনায় বিজিবির কেউ আহত হয়নি। তবে ইয়াবা কারবারিদের কোন সদস্য আহত বা নিহত হয়েছে কিনা তা জানা যায়নি।

বর্তমানে সীমান্ত এলাকার বিজিবির সকল বিওপিসমূহ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি টহল এবং গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

উখিয়া সীমান্তে বিজিবি-ইয়াবা কারবারিদের ‘গোলাগুলি’

Update Time : ১১:৩৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩

জেলা প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে ইয়াবা কারবারিদের সঙ্গে বিজিবির টহল টিমের ব্যাপক গোলাগুলি ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী সীমান্ত এলাকার ২০ নম্বর সীমানা পিলারের কাছে ইয়াবা কেনাবেচা নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি শুরু হয় দুই দল কারিবারিদের মধ্যে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ছুটে যায় বালুখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা। পরে ঘুমধুম ও পালংখালী বিওপির বিজিবি সদস্যরা যোগ দেয়। তারা ঘটনাস্থলে পৌঁছলে ইয়াবা কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। এসময় বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে বেশ কিছু সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে।

এক পর্যায়ে ইয়াবা কারবারিরা গুলি ছুড়তে ছুড়তে সীমান্তের ওপারে চলে যায়।

বিজিবির এই কর্মকর্তা জানান, গোলাগুলির ঘটনায় বিজিবির কেউ আহত হয়নি। তবে ইয়াবা কারবারিদের কোন সদস্য আহত বা নিহত হয়েছে কিনা তা জানা যায়নি।

বর্তমানে সীমান্ত এলাকার বিজিবির সকল বিওপিসমূহ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি টহল এবং গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।