ঈশ্বরদীতে ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:১৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮ Time View
পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
.

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে নয়টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা পৌর সদরের কুঠিপাড়া এলাকার মৃত হাকিম শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫৮) ও একই এলাকার মৃত আবুল হোসেন সরকারের ছেলে মনোয়ার হোসেন রঞ্জু (৫৫)।
.
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, লোরেট ট্রাক্টর ভেকু বহনকারী একটি গাড়ি পাবনা থেকে দাশুড়িয়া দিকে যাওয়ার সময় সুগার মিলের সামনে নষ্ট হয়ে যায়।

অন্যদিকে পাঁচ যাত্রীসহ একটি মাইক্রোবাস ঈশ্বরদীর দিকে যাওয়ার সময়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পিছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের যাত্রীরা গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
.
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লোরেট ট্রাক্টর ও মাইক্রোবাসটি থানা হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media

ঈশ্বরদীতে ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

Update Time : ০২:১৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
.

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে নয়টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা পৌর সদরের কুঠিপাড়া এলাকার মৃত হাকিম শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫৮) ও একই এলাকার মৃত আবুল হোসেন সরকারের ছেলে মনোয়ার হোসেন রঞ্জু (৫৫)।
.
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, লোরেট ট্রাক্টর ভেকু বহনকারী একটি গাড়ি পাবনা থেকে দাশুড়িয়া দিকে যাওয়ার সময় সুগার মিলের সামনে নষ্ট হয়ে যায়।

অন্যদিকে পাঁচ যাত্রীসহ একটি মাইক্রোবাস ঈশ্বরদীর দিকে যাওয়ার সময়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পিছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের যাত্রীরা গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
.
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লোরেট ট্রাক্টর ও মাইক্রোবাসটি থানা হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।