ইমরান খান ইস্যুতে মুখোমুখি সরকার ও আদালত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • / ১০৮ Time View

 

পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)’র করা একটি মামলায় ইমরান খানের গ্রেপ্তার বহাল রেখেছে সরকার। এদিকে তার কারাবাসকে বাতিল ঘোষণা করেছে দেশটির আদালত। সরকার এবং আদালতের এমন সিদ্ধান্ত আসন্ন দিনগুলোতে পাকিস্তানে চলমান অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তান সুপ্রিমকোর্ট ইমরান খানের কারাবাস বাতিল ঘোষণা করে জানিয়েছে, আদালত অঞ্চল থেকে কাউকে গ্রেপ্তার করাটা আইন বহির্ভূত। এই ঘোষণার সাথে সাথে তাকে মুক্তির আদেশও দিয়েছে আদালত।

ইমরান খানকে গত মঙ্গলবার আল-কাদির ট্রাস্ট মামলায় কথিত দুর্নীতির তদন্তের জন্য পাকিস্তানের ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) নির্দেশে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এসময় তার বিরুদ্ধে চলমান দুটি মামলার হাজিরা দিতে আদালতে যাচ্ছিলেন। আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা আইন বহির্ভূত জানিয়ে ইমরান খানকে মুক্তির আদেশ দিয়েছেন আদালত।

তবে আদালতের এমন নির্দেশ সত্ত্বেও এখনও মুক্তি পাননি পিটিআই নেতা ইমরান খান। গ্রেপ্তারের পর এই প্রথম কঠোর নিরাপত্তার মধ্যে আজ বেলা ১১টায় ইসলামাবাদ হাইকোর্টে প্রাক-গ্রেপ্তার জামিনের জন্য হাজির হতে চলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ।

ইমরান খান আজ আদালতের কাছে গ্রেফতার-পূর্ব জামিন চাইবেন এবং ইসলামাবাদ আদালতের বাইরে বক্তৃতা দেবেন। তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই উপলক্ষে একটি সমাবেশ ঘোষণা করেছে এবং সমর্থকদের আদালতের কাছে জড়ো হতে বলেছে।

তবে আজ আদালতে যাওয়ার পর পিটিআই নেতা ইমরান খান মুক্তি পাবেন কিনা তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তার গ্রেপ্তারের সাথে সেনাবাহিনী এবং শেহবাজ শরীফ সরকার জড়িত আছে বলে অভিযোগ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ও সমর্থকরা।

পাকিস্তানের তুমুল জনপ্রিয় নেতা ইমরান খান ইস্যুতে দেশটির আদালত এবং সরকারের এমন বিপরীত অবস্থান দেশটিতে চলমান বিক্ষোভ, সংঘর্ষ, অস্থিরতা এবং আসন্ন জাতীয় নির্বাচন পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটাই দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

ইমরান খান ইস্যুতে মুখোমুখি সরকার ও আদালত

Update Time : ০৪:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩

 

পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)’র করা একটি মামলায় ইমরান খানের গ্রেপ্তার বহাল রেখেছে সরকার। এদিকে তার কারাবাসকে বাতিল ঘোষণা করেছে দেশটির আদালত। সরকার এবং আদালতের এমন সিদ্ধান্ত আসন্ন দিনগুলোতে পাকিস্তানে চলমান অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তান সুপ্রিমকোর্ট ইমরান খানের কারাবাস বাতিল ঘোষণা করে জানিয়েছে, আদালত অঞ্চল থেকে কাউকে গ্রেপ্তার করাটা আইন বহির্ভূত। এই ঘোষণার সাথে সাথে তাকে মুক্তির আদেশও দিয়েছে আদালত।

ইমরান খানকে গত মঙ্গলবার আল-কাদির ট্রাস্ট মামলায় কথিত দুর্নীতির তদন্তের জন্য পাকিস্তানের ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) নির্দেশে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এসময় তার বিরুদ্ধে চলমান দুটি মামলার হাজিরা দিতে আদালতে যাচ্ছিলেন। আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা আইন বহির্ভূত জানিয়ে ইমরান খানকে মুক্তির আদেশ দিয়েছেন আদালত।

তবে আদালতের এমন নির্দেশ সত্ত্বেও এখনও মুক্তি পাননি পিটিআই নেতা ইমরান খান। গ্রেপ্তারের পর এই প্রথম কঠোর নিরাপত্তার মধ্যে আজ বেলা ১১টায় ইসলামাবাদ হাইকোর্টে প্রাক-গ্রেপ্তার জামিনের জন্য হাজির হতে চলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ।

ইমরান খান আজ আদালতের কাছে গ্রেফতার-পূর্ব জামিন চাইবেন এবং ইসলামাবাদ আদালতের বাইরে বক্তৃতা দেবেন। তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই উপলক্ষে একটি সমাবেশ ঘোষণা করেছে এবং সমর্থকদের আদালতের কাছে জড়ো হতে বলেছে।

তবে আজ আদালতে যাওয়ার পর পিটিআই নেতা ইমরান খান মুক্তি পাবেন কিনা তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তার গ্রেপ্তারের সাথে সেনাবাহিনী এবং শেহবাজ শরীফ সরকার জড়িত আছে বলে অভিযোগ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ও সমর্থকরা।

পাকিস্তানের তুমুল জনপ্রিয় নেতা ইমরান খান ইস্যুতে দেশটির আদালত এবং সরকারের এমন বিপরীত অবস্থান দেশটিতে চলমান বিক্ষোভ, সংঘর্ষ, অস্থিরতা এবং আসন্ন জাতীয় নির্বাচন পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটাই দেখার বিষয়।