ইউক্রেনে রুশ সেনার গুলিতে সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • / ১৯১ Time View

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার সেনার গুলিতে মারা গেছে এক মার্কিন সাংবাদিক। ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমাঞ্চলের উপশহর ইরপিনে এই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এমনই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

‘নিউ ইয়র্ক টাইমস্’- এর দাবি, মৃত সাংবাদিক তাদের সাবেক কর্মী। রুশ সেনার গুলিতে তার মত্যু হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের পুলিশ প্রধান জানাচ্ছেন, মৃত সাংবাদিকের নাম ব্রেন্ট রিনাড। এ ছাড়া আহত হয়েছেন আরও এক জন সাংবাদিক। ইরপিনে এই দু’জন সাংবাদিকের উপর গুলি চালিয়েছে রুশ সেনা।

ড্যানিলো শ্যাপোভালভ নামে এক চিকিৎসক জানিয়েছেন, দুই গুলিবিদ্ধ হওয়া ব্যক্তির চিকিৎসা করেন তিনি। এদের একজনের মৃত্যু হয়েছে। ব্রেন্ট রিনাড নামে মৃত সাংবাদিকের সামাজিক মাধ্যমের প্রোফাইল থেকে জানা যাচ্ছে, তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ঘরবাড়ি ছেড়ে পালানো সাধারণ মানুষের কথা নিয়ে বিভিন্ন প্রতিবেদন লিখেছেন।

বিশেষত, শরণার্থীদের সমস্যা তুলে ধরতেন। এইচবিও, এনবিসি, ডিসকভারি, পিবিসি এবং ভাইস নিউজের মতো সংবাদ সংস্থা ও চ্যানেলে কাজ করেছেন ওই সাংবাদিক। সাংবাদিকতা, চিত্র সাংবাদিকতার পাশাপাশি ছবিও বানাতেন ব্রেন্ট রিনাড।

Tag :

Please Share This Post in Your Social Media

ইউক্রেনে রুশ সেনার গুলিতে সাংবাদিক নিহত

Update Time : ১০:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার সেনার গুলিতে মারা গেছে এক মার্কিন সাংবাদিক। ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমাঞ্চলের উপশহর ইরপিনে এই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এমনই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

‘নিউ ইয়র্ক টাইমস্’- এর দাবি, মৃত সাংবাদিক তাদের সাবেক কর্মী। রুশ সেনার গুলিতে তার মত্যু হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের পুলিশ প্রধান জানাচ্ছেন, মৃত সাংবাদিকের নাম ব্রেন্ট রিনাড। এ ছাড়া আহত হয়েছেন আরও এক জন সাংবাদিক। ইরপিনে এই দু’জন সাংবাদিকের উপর গুলি চালিয়েছে রুশ সেনা।

ড্যানিলো শ্যাপোভালভ নামে এক চিকিৎসক জানিয়েছেন, দুই গুলিবিদ্ধ হওয়া ব্যক্তির চিকিৎসা করেন তিনি। এদের একজনের মৃত্যু হয়েছে। ব্রেন্ট রিনাড নামে মৃত সাংবাদিকের সামাজিক মাধ্যমের প্রোফাইল থেকে জানা যাচ্ছে, তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ঘরবাড়ি ছেড়ে পালানো সাধারণ মানুষের কথা নিয়ে বিভিন্ন প্রতিবেদন লিখেছেন।

বিশেষত, শরণার্থীদের সমস্যা তুলে ধরতেন। এইচবিও, এনবিসি, ডিসকভারি, পিবিসি এবং ভাইস নিউজের মতো সংবাদ সংস্থা ও চ্যানেলে কাজ করেছেন ওই সাংবাদিক। সাংবাদিকতা, চিত্র সাংবাদিকতার পাশাপাশি ছবিও বানাতেন ব্রেন্ট রিনাড।