ইউএনওর বাসভবনে হামলায় দুই মামলা, মেয়র সাদিক প্রধান আসামি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • / ১৫৫ Time View

বরিশাল প্রতিনিধি:

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে হামলার ঘটনায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।

মেয়র সাদিক আব্দুল্লাহসহ ৫৮ জনের নামে পুলিশের মামলা ঘটনা ‘পরিকল্পিত’, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলো আওয়ামী লীগ বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালী মডেল থানায় ইউএনও মুনিবুর রহমান ও এসআই শাহ জালাল মল্লিক বাদী হয়ে পৃথক এই মামলা দুটি দায়ের করেন।

ইউএনও’র মামলায় নামধারী আসামি করা হয়েছে ২৮ জনকে। মামলা দায়েরের বিষয়টি স্বিকার করে ইউএনও বলেন, মামলায় মেয়রকে ১ নং এবং নামধারী ও অজ্ঞাতনামাসহ ৭০ জনকে আসামি করা হয়।

এসআই শাহ জালাল মল্লিকের দায়েরকৃত মামলায়ও মেয়রকে প্রধান আসামি করা হয়। এ মামলায় ৫৮ জনকে নামধারী আসামি করা হয়। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে কয়েকশ’ জনকে। বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।

বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে পুলিশের সরকারি কাজে বাধা প্রদানসহ হত্যার উদ্দেশ্যে আঘাত এবং গুলিবর্ষণ’ করার অভিযোগে ১৩টি ধারা আনা হয় দায়েরকৃত মামলায়।

এ মামলার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম।

উল্লেখ্য, বুধবার রাতে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মীরা অবৈধ ব্যনার উচ্ছেদ করতে সদর উপজেলা পরিষদ চত্বরে যায়। সেখান থেকে বাধা পেয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ইউএনও‘র বাসায় প্রবেশ করে।

এ সময় ইউএনওকে রক্ষায় নিরাপত্তাকর্মীরা গুলিবর্ষণ করে। পরে পুলিশ এসে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে গুলি ও লাঠিলার্জ করলে ৩০ জন আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়। এরই জের ধরে ঘটে পরবর্তী ঘটনা।

Please Share This Post in Your Social Media

ইউএনওর বাসভবনে হামলায় দুই মামলা, মেয়র সাদিক প্রধান আসামি

Update Time : ১০:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১

বরিশাল প্রতিনিধি:

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে হামলার ঘটনায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।

মেয়র সাদিক আব্দুল্লাহসহ ৫৮ জনের নামে পুলিশের মামলা ঘটনা ‘পরিকল্পিত’, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলো আওয়ামী লীগ বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালী মডেল থানায় ইউএনও মুনিবুর রহমান ও এসআই শাহ জালাল মল্লিক বাদী হয়ে পৃথক এই মামলা দুটি দায়ের করেন।

ইউএনও’র মামলায় নামধারী আসামি করা হয়েছে ২৮ জনকে। মামলা দায়েরের বিষয়টি স্বিকার করে ইউএনও বলেন, মামলায় মেয়রকে ১ নং এবং নামধারী ও অজ্ঞাতনামাসহ ৭০ জনকে আসামি করা হয়।

এসআই শাহ জালাল মল্লিকের দায়েরকৃত মামলায়ও মেয়রকে প্রধান আসামি করা হয়। এ মামলায় ৫৮ জনকে নামধারী আসামি করা হয়। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে কয়েকশ’ জনকে। বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।

বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে পুলিশের সরকারি কাজে বাধা প্রদানসহ হত্যার উদ্দেশ্যে আঘাত এবং গুলিবর্ষণ’ করার অভিযোগে ১৩টি ধারা আনা হয় দায়েরকৃত মামলায়।

এ মামলার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম।

উল্লেখ্য, বুধবার রাতে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মীরা অবৈধ ব্যনার উচ্ছেদ করতে সদর উপজেলা পরিষদ চত্বরে যায়। সেখান থেকে বাধা পেয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ইউএনও‘র বাসায় প্রবেশ করে।

এ সময় ইউএনওকে রক্ষায় নিরাপত্তাকর্মীরা গুলিবর্ষণ করে। পরে পুলিশ এসে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে গুলি ও লাঠিলার্জ করলে ৩০ জন আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়। এরই জের ধরে ঘটে পরবর্তী ঘটনা।