আহসান হাবীবের মৃত্যুতে আইজিপি’র শোক

  • Update Time : ১২:০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • / 192
নিজস্ব প্রতিনিধি:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীবের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেছেন, আহসান হাবীব একজন প্রতিশ্রুতিশীল, প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একজন সম্ভাবনাময় কর্মকর্তাকে হারালো।

শুক্রবার সকালে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক শোক বার্তায় এসব কথা উল্লেখ করা হয়।

শোক বার্তায় পুলিশপ্রধান বলেন, করোনায় জীবন উৎসর্গকারী অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবীবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছি। তিনি (আহসান হাবীব) একজন প্রতিশ্রুতিশীল, প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একজন সম্ভাবনাময় কর্মকর্তাকে হারালো।

এসময় আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (রাজারবাগ) মারা যান অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব।

জানা গেছে, আহমান হাবীব অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে রাঙামাটি আর্মড পুলিশ ব্যাটালিয়নে এপিবিএন এ কর্মরত ছিলেন। গতমাসের শেষে দিকে তিনি সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। এ মাসের ৬ জুলাই তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে গত মে মাসে সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ হিসেবে পদোন্নতি হয় আহসান হাবীবের। এর আগে তিনি চাঁদপুরের মতলবর সার্কেল এএসপি ছিলেন।

আহসান হাবীব সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে ৩৩তম বিসিএসে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সেখানেই পারিবারিক কবরস্থানে আজ দুপুরে তাকে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

আহসান হাবীবের মৃত্যুতে আইজিপি’র শোক

Update Time : ১২:০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
নিজস্ব প্রতিনিধি:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীবের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেছেন, আহসান হাবীব একজন প্রতিশ্রুতিশীল, প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একজন সম্ভাবনাময় কর্মকর্তাকে হারালো।

শুক্রবার সকালে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক শোক বার্তায় এসব কথা উল্লেখ করা হয়।

শোক বার্তায় পুলিশপ্রধান বলেন, করোনায় জীবন উৎসর্গকারী অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবীবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছি। তিনি (আহসান হাবীব) একজন প্রতিশ্রুতিশীল, প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একজন সম্ভাবনাময় কর্মকর্তাকে হারালো।

এসময় আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (রাজারবাগ) মারা যান অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব।

জানা গেছে, আহমান হাবীব অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে রাঙামাটি আর্মড পুলিশ ব্যাটালিয়নে এপিবিএন এ কর্মরত ছিলেন। গতমাসের শেষে দিকে তিনি সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। এ মাসের ৬ জুলাই তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে গত মে মাসে সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ হিসেবে পদোন্নতি হয় আহসান হাবীবের। এর আগে তিনি চাঁদপুরের মতলবর সার্কেল এএসপি ছিলেন।

আহসান হাবীব সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে ৩৩তম বিসিএসে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সেখানেই পারিবারিক কবরস্থানে আজ দুপুরে তাকে দাফন করা হবে।