আরও ২টি সবুজ কারখানার স্বীকৃতি পেলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৪৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / ১৬৬ Time View

নিজস্ব প্রতিবেদক:

দেশের আরও দুইটি তৈরি পোশাক কারখানাকে ‘সবুজ কারখানা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) । এ নিয়ে পোশাক খাতে মোট পরিবেশবান্ধব প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮টিতে।

আর চলতি বছর শুধু প্লাটিনাম রেটিং পেয়েছে দেশের ১৩টি পোশাক কারখানা। তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন করে সবুজ কারখানার স্বীকৃতি পাওয়া দুই কারখানার মধ্যে একটি পেয়েছে প্লাটিনাম রেটিং এবং অন্যটি পেয়েছে গোল্ড রেটিং। এর মধ্যে গত ১৭ নভেম্বর ইউএসজিবিসি গাজীপুরের বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডকে স্বীকৃতি দিয়েছে। প্লাটিনাম রেটিং পাওয়া কারখানাটিকে ৮৫ পয়েন্ট দিয়েছে ইউএসজিবিসি। আর গত ২৮ অক্টোবর নারায়ণগঞ্জের বর্ণালী কালেকশন লিমিটেডকে স্বীকৃতি দেয় সংস্থাটি। গোল্ড রেটিং পাওয়া এ কারখানাটির পেয়েছে ৬৪ পয়েন্ট।

বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বিশ্বে সবুজ পোশাক কারখানা ভবনের আমরা শীর্ষে রয়েছি। পরিবেশবান্ধব প্রতিষ্ঠানের সংখ্যা এখন ১৭৮টি। আমাদের ৫৮টি পোশাক কারখানা প্লাটিনাম রেটিং, ১০৬টি গোল্ড রেটিং ও ১০টি সিলভার রেটিং পেয়েছে। চারটি কারখানা রেটিং না পেলেও লিড সনদ পেয়েছে ইউএসজিবিসি থেকে। সবুজ কারখানা তালিকায় আমাদের পরে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।

Please Share This Post in Your Social Media

আরও ২টি সবুজ কারখানার স্বীকৃতি পেলো বাংলাদেশ

Update Time : ১১:৪৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:

দেশের আরও দুইটি তৈরি পোশাক কারখানাকে ‘সবুজ কারখানা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) । এ নিয়ে পোশাক খাতে মোট পরিবেশবান্ধব প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮টিতে।

আর চলতি বছর শুধু প্লাটিনাম রেটিং পেয়েছে দেশের ১৩টি পোশাক কারখানা। তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন করে সবুজ কারখানার স্বীকৃতি পাওয়া দুই কারখানার মধ্যে একটি পেয়েছে প্লাটিনাম রেটিং এবং অন্যটি পেয়েছে গোল্ড রেটিং। এর মধ্যে গত ১৭ নভেম্বর ইউএসজিবিসি গাজীপুরের বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডকে স্বীকৃতি দিয়েছে। প্লাটিনাম রেটিং পাওয়া কারখানাটিকে ৮৫ পয়েন্ট দিয়েছে ইউএসজিবিসি। আর গত ২৮ অক্টোবর নারায়ণগঞ্জের বর্ণালী কালেকশন লিমিটেডকে স্বীকৃতি দেয় সংস্থাটি। গোল্ড রেটিং পাওয়া এ কারখানাটির পেয়েছে ৬৪ পয়েন্ট।

বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বিশ্বে সবুজ পোশাক কারখানা ভবনের আমরা শীর্ষে রয়েছি। পরিবেশবান্ধব প্রতিষ্ঠানের সংখ্যা এখন ১৭৮টি। আমাদের ৫৮টি পোশাক কারখানা প্লাটিনাম রেটিং, ১০৬টি গোল্ড রেটিং ও ১০টি সিলভার রেটিং পেয়েছে। চারটি কারখানা রেটিং না পেলেও লিড সনদ পেয়েছে ইউএসজিবিসি থেকে। সবুজ কারখানা তালিকায় আমাদের পরে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।