আমার দরজা জনগণের জন্য সব সময় খোলা থাকবে: চেয়ারম্যান রাহিদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • / 17

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাহিদ সরদার বলেছেন, আমার দরজা সব সময় জনগণের জন্য খোলা থাকবে। রাণীনগর উপজেলার প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে। বৃহস্পতিবার উপজেলা পরিষদে আসন গ্রহণের সময় এসব কথা বলেন তিনি।

এ সময় চেয়ারম্যান রাহিদ সরদার বলেন, গত ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এলাকার জনগণের সেবা করার দায়িত্ব আমার কাঁধে। আমি নির্বাচনী এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে চাই। আপনারা জনগণ সবাই আমাকে সহযোগীতা করবেন।

এদিন সকাল ১০টায় উপজেলা সদরে চেয়ারম্যান রাহিদের ব্যক্তিগত ইটভাটা থেকে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তার সমর্থকরা আনন্দ র‌্যালি নিয়ে পরিষদ চত্বরে আসেন। এরপর উপজেলা চেয়ারম্যান রাহিদ পরিষদে তার আসন গ্রহণ করেন। এছাড়া ভাইস চেয়ারম্যান প্রদ্যুৎ কুমার প্রামানিক ও মহিলা ভাইস চেয়ারম্যান রুমা বেগম আসন গ্রহণ করে। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন চেয়ারম্যানগণ।

এরপর উপজেলা পরিষদের পক্ষ থেকে সভাকক্ষে অনুষ্ঠানের মাধ্যমে রাণীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমসহ উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

আমার দরজা জনগণের জন্য সব সময় খোলা থাকবে: চেয়ারম্যান রাহিদ

Update Time : ০৬:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাহিদ সরদার বলেছেন, আমার দরজা সব সময় জনগণের জন্য খোলা থাকবে। রাণীনগর উপজেলার প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে। বৃহস্পতিবার উপজেলা পরিষদে আসন গ্রহণের সময় এসব কথা বলেন তিনি।

এ সময় চেয়ারম্যান রাহিদ সরদার বলেন, গত ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এলাকার জনগণের সেবা করার দায়িত্ব আমার কাঁধে। আমি নির্বাচনী এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে চাই। আপনারা জনগণ সবাই আমাকে সহযোগীতা করবেন।

এদিন সকাল ১০টায় উপজেলা সদরে চেয়ারম্যান রাহিদের ব্যক্তিগত ইটভাটা থেকে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তার সমর্থকরা আনন্দ র‌্যালি নিয়ে পরিষদ চত্বরে আসেন। এরপর উপজেলা চেয়ারম্যান রাহিদ পরিষদে তার আসন গ্রহণ করেন। এছাড়া ভাইস চেয়ারম্যান প্রদ্যুৎ কুমার প্রামানিক ও মহিলা ভাইস চেয়ারম্যান রুমা বেগম আসন গ্রহণ করে। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন চেয়ারম্যানগণ।

এরপর উপজেলা পরিষদের পক্ষ থেকে সভাকক্ষে অনুষ্ঠানের মাধ্যমে রাণীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমসহ উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।