আধঘণ্টায় সাড়ে ৬২ হাজার হাতবদল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • / ১৩৪ Time View

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই শেয়ারের ব্যাপক হাতবদল হতে দেখা যাচ্ছে। প্রথম আধঘণ্টার লেনদেনেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের হাতবদল হয়েছে সাড়ে ৬২ হাজারের ওপরে।

শেয়ারের ব্যাপক হাতবদল হওয়ার পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। সেই সঙ্গে লেনদেনে বেশ ভালো গতি দেখা যাচ্ছে। প্রথম আধঘণ্টাতেই ডিএসইতে প্রায় সাড়ে চারশ কোটি টাকার লেনদেন হয়েছে।

তবে মূলসূচকে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সবকটি মূল্যসূচকের বড় উত্থান হলেও আধঘণ্টার মধ্যেই বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ঋণাত্মক হয়ে পড়েছে। অবশ্য ডিএসই’র প্রধান মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে।

প্রি-ওপেনিং সিস্টেম চালু থাকায় আজ ডিএসইতে লেনদেন শুরু হয়ার আগেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়িয়ে কেনার প্রস্তাব আসে বিনিয়োগকারীদের পক্ষ থেকে। ফলে শেয়ারবাজার খুলতেই মূল্যসূচকের বড় উত্থান হয়। প্রথম মিনিটেই ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স প্রায় ৩০ পয়েন্ট বেড়ে যায়।

শুরুর বড় উত্থান প্রবণতা পরের ২০ মিনিটে অব্যাহত থাকে। এতে প্রথম ২০ মিনিটের লেনদেনে ডিএসই’র প্রধান সূচক প্রায় ৪০ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু এরপর বেশকিছু প্রতিষ্ঠানের দরপতন হয়। ফলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কমে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১০টা ৪৮ মিনিটের লেনদেন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসই-এক্স আগের তুলনায় ২৮ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ দশমিক ৩৩ পয়েন্ট কমেছে। আর ডিএসই-৩০ সূচক কমেছে দশমিক শূন্য ৫ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৬টির। আর ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬২৪ কোটি ৫০ লাখ টাকা। আর হাতবদল হয়েছে ৮৫ হাজার ২৩ বার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯২ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২০ কোটি ৮২ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২১৪ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

Tag :

Please Share This Post in Your Social Media

আধঘণ্টায় সাড়ে ৬২ হাজার হাতবদল

Update Time : ০২:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই শেয়ারের ব্যাপক হাতবদল হতে দেখা যাচ্ছে। প্রথম আধঘণ্টার লেনদেনেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের হাতবদল হয়েছে সাড়ে ৬২ হাজারের ওপরে।

শেয়ারের ব্যাপক হাতবদল হওয়ার পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। সেই সঙ্গে লেনদেনে বেশ ভালো গতি দেখা যাচ্ছে। প্রথম আধঘণ্টাতেই ডিএসইতে প্রায় সাড়ে চারশ কোটি টাকার লেনদেন হয়েছে।

তবে মূলসূচকে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সবকটি মূল্যসূচকের বড় উত্থান হলেও আধঘণ্টার মধ্যেই বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ঋণাত্মক হয়ে পড়েছে। অবশ্য ডিএসই’র প্রধান মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে।

প্রি-ওপেনিং সিস্টেম চালু থাকায় আজ ডিএসইতে লেনদেন শুরু হয়ার আগেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়িয়ে কেনার প্রস্তাব আসে বিনিয়োগকারীদের পক্ষ থেকে। ফলে শেয়ারবাজার খুলতেই মূল্যসূচকের বড় উত্থান হয়। প্রথম মিনিটেই ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স প্রায় ৩০ পয়েন্ট বেড়ে যায়।

শুরুর বড় উত্থান প্রবণতা পরের ২০ মিনিটে অব্যাহত থাকে। এতে প্রথম ২০ মিনিটের লেনদেনে ডিএসই’র প্রধান সূচক প্রায় ৪০ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু এরপর বেশকিছু প্রতিষ্ঠানের দরপতন হয়। ফলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কমে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১০টা ৪৮ মিনিটের লেনদেন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসই-এক্স আগের তুলনায় ২৮ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ দশমিক ৩৩ পয়েন্ট কমেছে। আর ডিএসই-৩০ সূচক কমেছে দশমিক শূন্য ৫ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৬টির। আর ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬২৪ কোটি ৫০ লাখ টাকা। আর হাতবদল হয়েছে ৮৫ হাজার ২৩ বার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯২ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২০ কোটি ৮২ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২১৪ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।