আখাউড়ায় ২ জনকে জেল-জরিমানা

  • Update Time : ০৬:২১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • / 184

আরাফাত হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযানে মাদক কারবারী ও মাদক সেবীকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ এপ্রিল) দুপুরে আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে দুলাল মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় গাজা বিক্রির দায়ে সড়ক বাজারের ছাত্তার মিয়ার ছেলে দুলাল মিয়া (৩৯) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মসজিদ পাড়া গ্রামের সামসু মিয়ার ছেলে মাদকসেবী আব্বাস মিয়া (২৮) কে ৩ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯/১ ধারা লঙ্ঘনের অপরাধে আর্থিক জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

আখাউড়ায় ২ জনকে জেল-জরিমানা

Update Time : ০৬:২১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২

আরাফাত হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযানে মাদক কারবারী ও মাদক সেবীকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ এপ্রিল) দুপুরে আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে দুলাল মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় গাজা বিক্রির দায়ে সড়ক বাজারের ছাত্তার মিয়ার ছেলে দুলাল মিয়া (৩৯) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মসজিদ পাড়া গ্রামের সামসু মিয়ার ছেলে মাদকসেবী আব্বাস মিয়া (২৮) কে ৩ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯/১ ধারা লঙ্ঘনের অপরাধে আর্থিক জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।