আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে গেল ঢাকা কলেজের শিক্ষার্থীরা

  • Update Time : ০৫:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • / 17

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যায়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সায়েন্সল্যাব মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

জানা গেছে, পাভেল নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মারধর করেছেন এমন অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বের হন। এক পর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালান। এতে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা তাদের শান্ত করার চেষ্টা চালাচ্ছেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী শামীম সংবাদমাধ্যমকে বলেন, ‘আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজের বাস ভাঙচুর করেছে শুনে আমরা আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে ফেলেছি। প্রতিশোধ নিতেই আমরা এটা করেছি।’

আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী অবশ্য দাবি করেছেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রথমে আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করে।’

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একজন বলেন, ‘একদল শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের সাইনবোর্ড নিয়ে যেতে দেখেছি। আইডিয়াল কলেজের গেট ভেঙে ওই শিক্ষার্থীরা উদযাপন করছিল। তারা সাইনবোর্ড টেনে ঢাকা কলেজের দিকে নিয়ে যাচ্ছিল।’

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

বিকেল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে গেল ঢাকা কলেজের শিক্ষার্থীরা

Update Time : ০৫:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যায়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সায়েন্সল্যাব মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

জানা গেছে, পাভেল নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মারধর করেছেন এমন অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বের হন। এক পর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালান। এতে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা তাদের শান্ত করার চেষ্টা চালাচ্ছেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী শামীম সংবাদমাধ্যমকে বলেন, ‘আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজের বাস ভাঙচুর করেছে শুনে আমরা আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে ফেলেছি। প্রতিশোধ নিতেই আমরা এটা করেছি।’

আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী অবশ্য দাবি করেছেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রথমে আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করে।’

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একজন বলেন, ‘একদল শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের সাইনবোর্ড নিয়ে যেতে দেখেছি। আইডিয়াল কলেজের গেট ভেঙে ওই শিক্ষার্থীরা উদযাপন করছিল। তারা সাইনবোর্ড টেনে ঢাকা কলেজের দিকে নিয়ে যাচ্ছিল।’

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

বিকেল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।