৯৯ টাকায় শেখাচ্ছেন রাফছান

  • Update Time : ১০:১৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • / 347

রেজা শাহীন:

মাত্র ৯৯ টাকায় ক্যারিয়ারের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ। অবাক হলেও এটাই সত্যি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এন্ড এন্টারপ্রেনারশীপ ডিপার্টমেন্টের ছাত্র এ,এইচ,এম রাফছান উদ্দিন খোন্দকার মাত্র ৯৯ টাকায় কন্টেন্ট রাইটিং, সিভি রাইটিং ও প্রস্তুত করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শেখাচ্ছেন।

ছোটবেলা থেকে লেখালেখি করলেও রাফছান কন্টেন্ট রাইটিং- এ পুরোপুরি প্রবেশ করেন কোভিড-১৯ এর সময়ে। তখন তিনি অনেকগুলো সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে কন্টেন্ট রাইটিং- এর কাজ করতেন। হঠাৎ চিন্তা করলেন, প্রফেশোনালি কন্টেন্ট রাইটিং শিখবেন। তখন নামকরা একটি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করলে তারা যে ফি বলেছিলো তা সত্যিই নাগালের বাইরে ছিলো। তার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও এত টাকা দিয়ে কোর্স করা সম্ভব হয়নি।

এরপর বাসা থেকে পাওয়া ঈদ সালামি দিয়ে একটা কোর্সে ভর্তি হোন কিন্তু তিনি যা শিখতে চেয়েছেন তার কিছুই পাননি । বিষয়টা তাকে ব্যথিত করে। এরপর চিন্তা করলেন, প্র‍্যাকটিক্যালি কাজ করতে করতেই কন্টেন্ট রাইটিং শিখবেন। দুইটি এজেন্সি ও স্টার্টআপের সঙ্গে কন্টেন্ট এ কাজ শুরু করলেন। প্রথম মাসের বেতন দিয়ে একটা কোর্স এ এনরোল করলেন। কিন্তু ক্লাসে গিয়ে দেখলেন, সেখানে যা শেখানো হচ্ছে সবই ওনার জানা। আবার মাঝে মাঝেই জবের জন্য অনেক শিক্ষার্থী যোগাযোগ করলেও উনি দেখলেন তাদের স্কিল ডেভেলপমেন্ট এর প্রয়োজন আছে। কিন্তু আর্থিক কারণে তা সম্ভব হচ্ছে না।
তখনই তিনি খুব সহজে মানুষ যাতে স্কিল ডেভেলপ করতে পারে, সেই চিন্তাভাবনা শুরু করেন। ৯৯ টাকার কোর্স সম্পর্কে রাফছান বলেন, ‘৯৯ টাকার কোর্স গুলো মূলত একজন সাধারণ মানুষকে স্কিলড হয়ে গড়ে উঠেতে সাহায্য করবে। আমার মূল লক্ষ্য ক্যারিয়ার নিয়ে চিন্তিত শিক্ষার্থীদের স্কিলড হিসেবে গড়ে তোলার হাতেখড়ি নিশ্চিত করা। তবে এই শুরুটা অনেক বেশি ফির কারণে মাঝে মাঝে অনেকের স্বপ্ন হয়ে থেকে যায়। তাই আমার ৯৯ টাকার কোর্সের আয়োজন। আবার আমি মূলত ফ্রি সেবাই দিচ্ছি। আমার মূল টার্গেট ছিলো ২০২৩ সালে ১০০০ বই বিতরণ করা। কিন্তু আমার বেতন দিয়ে তা সম্ভব হয়ে উঠছিলো না। এই ৯৯ টাকার কোর্সগুলো থেকে আসা ফি এবং আমার কিছু টাকা সংযুক্ত করে আমি ইতোমধ্যে চারশোরও বেশি বই ও ই-বুক বিতরণ করেছি এ বছর।’

বাবা, মা ও এক বোন নিয়ে রাফছানের পরিবার। বাবা এ,কে,এম আফছার উদ্দিন ব্যবসা করেন। মা সাবিনা ইয়াসমিন একজন গৃহিনী। রাফছান বর্তমানে টেন মিনিট স্কুলের সেলস টিমে কর্মরত আছেন এবং ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছেন। চাকরি, পড়াশোনা সবকিছুর পাশাপাশি তিনি মানুষকে স্কিলড করার চেষ্টা করছেন। রাফছান বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোক্তা ও উদ্ভাবনী ডিপার্টমেন্টে স্নাতকে পড়াশোনা করছেন।

শিক্ষার্থীরা স্কিলড হয়ে উঠুক আর ফ্রি-তে হলেও বই পড়ুক এবং শুরুতেই যেন প্রতারণার জালে আটকে না যান সেটাই রাফছান মনেপ্রাণে কামনা করেন। সময় মেলাতে তার হিমশিম খেতে হয়। তবুও ৯৯ টাকায় শেখানো অব্যাহত রেখেছেন। কোর্স করিয়ে তো মানুষ লাখ টাকা আয় করে? রাফছানের আয় কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘আয় শূন্য, আমি একটা স্কিলড জাতি দেখতে চাই। কোর্সে মাঝে মাঝে কিছু ক্লাসে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদেরও নিয়ে আসছি অনুরোধ করে।’

যারা স্কিলড হতে চায়। তাদের শুরুটা সহজ করে দিয়েছেন রাফছান। ক্যারিয়ারে প্রবেশের শুরুতেই হাজার টাকার কথা শুনে যেন কেউ শুরুতেই হোঁচট না খান সে পথই বাতলে দিয়েছেন তিনি। রাফছান জানান, শুরুটা অনেক বেশি ফির কারণে মাঝে মাঝে অনেকের স্কিলড হওয়া স্বপ্নই থেকে যায়। বর্তমানে দুইটি কোর্স ৯৯ টাকায় অন্তর্ভুক্ত। যেগুলো হলো : ক-রাইটিং ও সিভি রেডি।

একজন শিক্ষার্থী যেন স্কিলড হয়ে ক্যারিয়ারে প্রবেশ করতে পারেন, সেই কৌশলই রাফছান রপ্ত করেছেন। তিনি বিভিন্ন সময় নানা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন, দেখেছেন সেগুলোতে আসলে কেমন স্কিলড মানুষদের নেওয়া হয়। রাফছান জানান, একটা করে প্রতি ক্লাসে প্র‍্যাকটিক্যাল টাস্ক দেওয়া হয় ও ফাইনাল টেস্ট এ অংশ নিতে হয়। আমরা মূলত এইভাবে শিক্ষার্থীর শেখা নিশ্চিত করি। কোর্সগুলো করতে অনেক বেশি ডিভাইসের প্রয়োজন নেই।

লেখালেখির প্রতি তার ঝোঁক ছোটবেলা থেকেই। এ পর্যন্ত দুইটি বইয়ের সঙ্গে কাজ করেছেন। ‘নিউজপিডিয়া’ নামের একটি বইয়ের সহযোগী লেখক হিসেবে কাজ করেছেন, যেখানে সাংবাদিকতার হাতেখড়ি ও সংবাদপত্রের ইতিহাস বর্ণিত হয়েছে। আর ‘পথিকৃৎ উদ্যোক্তার জীবনসংগ্রাম’ নামের আরেকটি বইয়ে অনুলেখক হিসেবে কাজ করেছেন যেটি ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান সম্পাদনা করেন। কিছুদিনের মধ্যে তার অনুলিখনকৃত আরেকটি বই ড্যাফোডিল পাবলিকেশন্স থেকে প্রকাশ হতে যাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

৯৯ টাকায় শেখাচ্ছেন রাফছান

Update Time : ১০:১৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩

রেজা শাহীন:

মাত্র ৯৯ টাকায় ক্যারিয়ারের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ। অবাক হলেও এটাই সত্যি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এন্ড এন্টারপ্রেনারশীপ ডিপার্টমেন্টের ছাত্র এ,এইচ,এম রাফছান উদ্দিন খোন্দকার মাত্র ৯৯ টাকায় কন্টেন্ট রাইটিং, সিভি রাইটিং ও প্রস্তুত করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শেখাচ্ছেন।

ছোটবেলা থেকে লেখালেখি করলেও রাফছান কন্টেন্ট রাইটিং- এ পুরোপুরি প্রবেশ করেন কোভিড-১৯ এর সময়ে। তখন তিনি অনেকগুলো সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে কন্টেন্ট রাইটিং- এর কাজ করতেন। হঠাৎ চিন্তা করলেন, প্রফেশোনালি কন্টেন্ট রাইটিং শিখবেন। তখন নামকরা একটি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করলে তারা যে ফি বলেছিলো তা সত্যিই নাগালের বাইরে ছিলো। তার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও এত টাকা দিয়ে কোর্স করা সম্ভব হয়নি।

এরপর বাসা থেকে পাওয়া ঈদ সালামি দিয়ে একটা কোর্সে ভর্তি হোন কিন্তু তিনি যা শিখতে চেয়েছেন তার কিছুই পাননি । বিষয়টা তাকে ব্যথিত করে। এরপর চিন্তা করলেন, প্র‍্যাকটিক্যালি কাজ করতে করতেই কন্টেন্ট রাইটিং শিখবেন। দুইটি এজেন্সি ও স্টার্টআপের সঙ্গে কন্টেন্ট এ কাজ শুরু করলেন। প্রথম মাসের বেতন দিয়ে একটা কোর্স এ এনরোল করলেন। কিন্তু ক্লাসে গিয়ে দেখলেন, সেখানে যা শেখানো হচ্ছে সবই ওনার জানা। আবার মাঝে মাঝেই জবের জন্য অনেক শিক্ষার্থী যোগাযোগ করলেও উনি দেখলেন তাদের স্কিল ডেভেলপমেন্ট এর প্রয়োজন আছে। কিন্তু আর্থিক কারণে তা সম্ভব হচ্ছে না।
তখনই তিনি খুব সহজে মানুষ যাতে স্কিল ডেভেলপ করতে পারে, সেই চিন্তাভাবনা শুরু করেন। ৯৯ টাকার কোর্স সম্পর্কে রাফছান বলেন, ‘৯৯ টাকার কোর্স গুলো মূলত একজন সাধারণ মানুষকে স্কিলড হয়ে গড়ে উঠেতে সাহায্য করবে। আমার মূল লক্ষ্য ক্যারিয়ার নিয়ে চিন্তিত শিক্ষার্থীদের স্কিলড হিসেবে গড়ে তোলার হাতেখড়ি নিশ্চিত করা। তবে এই শুরুটা অনেক বেশি ফির কারণে মাঝে মাঝে অনেকের স্বপ্ন হয়ে থেকে যায়। তাই আমার ৯৯ টাকার কোর্সের আয়োজন। আবার আমি মূলত ফ্রি সেবাই দিচ্ছি। আমার মূল টার্গেট ছিলো ২০২৩ সালে ১০০০ বই বিতরণ করা। কিন্তু আমার বেতন দিয়ে তা সম্ভব হয়ে উঠছিলো না। এই ৯৯ টাকার কোর্সগুলো থেকে আসা ফি এবং আমার কিছু টাকা সংযুক্ত করে আমি ইতোমধ্যে চারশোরও বেশি বই ও ই-বুক বিতরণ করেছি এ বছর।’

বাবা, মা ও এক বোন নিয়ে রাফছানের পরিবার। বাবা এ,কে,এম আফছার উদ্দিন ব্যবসা করেন। মা সাবিনা ইয়াসমিন একজন গৃহিনী। রাফছান বর্তমানে টেন মিনিট স্কুলের সেলস টিমে কর্মরত আছেন এবং ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছেন। চাকরি, পড়াশোনা সবকিছুর পাশাপাশি তিনি মানুষকে স্কিলড করার চেষ্টা করছেন। রাফছান বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোক্তা ও উদ্ভাবনী ডিপার্টমেন্টে স্নাতকে পড়াশোনা করছেন।

শিক্ষার্থীরা স্কিলড হয়ে উঠুক আর ফ্রি-তে হলেও বই পড়ুক এবং শুরুতেই যেন প্রতারণার জালে আটকে না যান সেটাই রাফছান মনেপ্রাণে কামনা করেন। সময় মেলাতে তার হিমশিম খেতে হয়। তবুও ৯৯ টাকায় শেখানো অব্যাহত রেখেছেন। কোর্স করিয়ে তো মানুষ লাখ টাকা আয় করে? রাফছানের আয় কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘আয় শূন্য, আমি একটা স্কিলড জাতি দেখতে চাই। কোর্সে মাঝে মাঝে কিছু ক্লাসে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদেরও নিয়ে আসছি অনুরোধ করে।’

যারা স্কিলড হতে চায়। তাদের শুরুটা সহজ করে দিয়েছেন রাফছান। ক্যারিয়ারে প্রবেশের শুরুতেই হাজার টাকার কথা শুনে যেন কেউ শুরুতেই হোঁচট না খান সে পথই বাতলে দিয়েছেন তিনি। রাফছান জানান, শুরুটা অনেক বেশি ফির কারণে মাঝে মাঝে অনেকের স্কিলড হওয়া স্বপ্নই থেকে যায়। বর্তমানে দুইটি কোর্স ৯৯ টাকায় অন্তর্ভুক্ত। যেগুলো হলো : ক-রাইটিং ও সিভি রেডি।

একজন শিক্ষার্থী যেন স্কিলড হয়ে ক্যারিয়ারে প্রবেশ করতে পারেন, সেই কৌশলই রাফছান রপ্ত করেছেন। তিনি বিভিন্ন সময় নানা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন, দেখেছেন সেগুলোতে আসলে কেমন স্কিলড মানুষদের নেওয়া হয়। রাফছান জানান, একটা করে প্রতি ক্লাসে প্র‍্যাকটিক্যাল টাস্ক দেওয়া হয় ও ফাইনাল টেস্ট এ অংশ নিতে হয়। আমরা মূলত এইভাবে শিক্ষার্থীর শেখা নিশ্চিত করি। কোর্সগুলো করতে অনেক বেশি ডিভাইসের প্রয়োজন নেই।

লেখালেখির প্রতি তার ঝোঁক ছোটবেলা থেকেই। এ পর্যন্ত দুইটি বইয়ের সঙ্গে কাজ করেছেন। ‘নিউজপিডিয়া’ নামের একটি বইয়ের সহযোগী লেখক হিসেবে কাজ করেছেন, যেখানে সাংবাদিকতার হাতেখড়ি ও সংবাদপত্রের ইতিহাস বর্ণিত হয়েছে। আর ‘পথিকৃৎ উদ্যোক্তার জীবনসংগ্রাম’ নামের আরেকটি বইয়ে অনুলেখক হিসেবে কাজ করেছেন যেটি ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান সম্পাদনা করেন। কিছুদিনের মধ্যে তার অনুলিখনকৃত আরেকটি বই ড্যাফোডিল পাবলিকেশন্স থেকে প্রকাশ হতে যাচ্ছে।