৯০ টাকার ডিম ১০৫ টাকা, অপরিবর্তিত মুরগি ও সবজির দাম

  • Update Time : ০২:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • / 220
নিজস্ব প্রতিবেদক:

সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির ডিম প্রতি ডজনে দাম বেড়েছে ১৫ টাকা। গত সপ্তাহে ৯০ টাকা ডজন দরে বিক্রি হওয়া ডিম এ সপ্তাহে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মুরগি ও সবজির দাম অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে বাজার দরের এমন চিত্র দেখা গেছে।

খুচরা ব্যবসায়ীদের দাবি, গত সপ্তাহের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই পাইকারি বাজারে ডিমের দাম বাড়তে শুরু করে। ডজন প্রতি দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত।

তবে আগের দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার, সোনালী মুরগি ও লাল লেয়ার মুরগি।

বাজার ভেদে প্রতি কেজি ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকায়। লাল লেয়ার মুরগি ২২০ থেকে ২৩০ টাকা। আর ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সোনালী মুরগি।

বাজারে পেঁয়াজের ঝাঁজ কিছুটা কমেছে। গত সপ্তাহে ৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। তবে পাড়া-মহল্লার দোকানে আগের দামেই বিক্রি হচ্ছে নিত্যপণ্যটি।

গত দুই সপ্তাহে সবজির বাজার খুব একটা ওঠানামা করেনি। দুই সপ্তাহ আগে ৩০ টাকা কেজির পেঁপে পৌঁছেছে ৫০ টাকা। এ সপ্তাহেও সে দামেই বিক্রি হচ্ছে সবজিটি। এছাড়া প্রতি পিছ ফুলকপি পিস ৪০ থেকে ৫০ টাকা। বেগুন ৪০ থেকে ৬০ টাকা।

বাজার ও মানভেদে গাঁজর ৮০ থেকে ১০০ টাকা, পাকা টমেটো ৬০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৪০ থেকে ৫০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ঢেড়স ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া উচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, কাঁচকলা ৩৫ থেকে ৪০ টাকা, লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, কচুর লতি ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে অপরিবর্তিত আছে চিনি, আলুর দাম। প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে। প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছে ৭৮ টাকা কেজিতে। আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে।

Please Share This Post in Your Social Media

৯০ টাকার ডিম ১০৫ টাকা, অপরিবর্তিত মুরগি ও সবজির দাম

Update Time : ০২:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
নিজস্ব প্রতিবেদক:

সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির ডিম প্রতি ডজনে দাম বেড়েছে ১৫ টাকা। গত সপ্তাহে ৯০ টাকা ডজন দরে বিক্রি হওয়া ডিম এ সপ্তাহে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মুরগি ও সবজির দাম অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে বাজার দরের এমন চিত্র দেখা গেছে।

খুচরা ব্যবসায়ীদের দাবি, গত সপ্তাহের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই পাইকারি বাজারে ডিমের দাম বাড়তে শুরু করে। ডজন প্রতি দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত।

তবে আগের দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার, সোনালী মুরগি ও লাল লেয়ার মুরগি।

বাজার ভেদে প্রতি কেজি ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকায়। লাল লেয়ার মুরগি ২২০ থেকে ২৩০ টাকা। আর ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সোনালী মুরগি।

বাজারে পেঁয়াজের ঝাঁজ কিছুটা কমেছে। গত সপ্তাহে ৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। তবে পাড়া-মহল্লার দোকানে আগের দামেই বিক্রি হচ্ছে নিত্যপণ্যটি।

গত দুই সপ্তাহে সবজির বাজার খুব একটা ওঠানামা করেনি। দুই সপ্তাহ আগে ৩০ টাকা কেজির পেঁপে পৌঁছেছে ৫০ টাকা। এ সপ্তাহেও সে দামেই বিক্রি হচ্ছে সবজিটি। এছাড়া প্রতি পিছ ফুলকপি পিস ৪০ থেকে ৫০ টাকা। বেগুন ৪০ থেকে ৬০ টাকা।

বাজার ও মানভেদে গাঁজর ৮০ থেকে ১০০ টাকা, পাকা টমেটো ৬০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৪০ থেকে ৫০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ঢেড়স ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া উচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, কাঁচকলা ৩৫ থেকে ৪০ টাকা, লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, কচুর লতি ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে অপরিবর্তিত আছে চিনি, আলুর দাম। প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে। প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছে ৭৮ টাকা কেজিতে। আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে।