১৭ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে দৈনিক দিনকাল সাংবাদিক -শ্রমিক -কর্মচারীদের মানববন্ধন

  • Update Time : ০৮:২০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
  • / 71

খবর বিজ্ঞপ্তি:

দৈনিক দিনকালের সাংবাদিক কর্মচারীদের বকেয়া বেতন ভাতার দাবিতে আগামী ১১ মে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ দৈনিক দিনকাল কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সাংবাদিক কর্মচারী মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম। দৈনিক দিনকাল সাংবাদিক-শ্রমিক- কর্মচারী সমন্বয় কমিটির আহবায়ক আবুল হোসেন খান মোহনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক দিনকালের সিটি এডিটর আলী মামুদ, সহকারী সম্পাদক জহির চৌধুরী, সিনিয়র সহ সম্পাদক আব্দুস সেলিম, ডিইউজে দিনকাল ইউনিটের ডেপুটি ইউনিট চিফ বাবুল খন্দকার, দৈনিক দিনকাল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, দিনকাল কর্তৃপক্ষ ঈদের আগে সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিলেও গত তিন সপ্তাহেও কোনো উদ্যোগ নেয়া হয়নি। উল্লেখ্য, দৈনিক দিনকালের সাংবাদিক কর্মচারীদের গত একবছর ধরে বেতন ভাতা দেয়া হচ্ছে না। এছাড়া করোনাকালিন সময়ের চার মাসের বেতন ও উৎসব ভাতা বকেয়া রয়েছে। সরকার ২০২২ সালের ২৬ ডিসেম্বর দিনকালের ডিক্লেয়ারেশন বাতিল করে। এরপর প্রেস কাউন্সিলে আবেদনের প্রেক্ষিতে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পত্রিকাটি চালু ছিল। প্রেস কাউন্সিলের রায়ে সরকারের আদেশ বহাল রেখে পত্রিকাটি নিয়মমাফিক প্রকাশের নির্দেশনা দেয়া হয় এবং কর্মরত সাংবাদিক কর্মচারীদের বেতন ভাতা চালিয়ে যেতে বলা হয়। কিন্তু দিনকাল কর্তৃপক্ষ দীর্ঘ একবছর ধরে সাংবাদিক কর্মচারীদের বেতন ভাতা দিচ্ছে না। আবার পাওনাকড়িও পরিশোধ করছে না। এতে বর্তমান দুমূল্যের বাজারে সাংবাদিক কর্মচারীদের পরিবারগুলো মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছে। এমনিতেই দিনকাল সাংবাদিক কর্মচারীদের দেশে চলমান নবম ওয়েজবোর্ডের তুলনায় সামান্য বেতন দেয়া হয়। বিগত ২৭/২৮ বছরে জীবনযাত্রার ব্যয় কমবেশি ১৫ গুণ বাড়লেও এই সময়ের মধ্যে দৈনিক দিনকালের বেতন কাঠামোতে কোনোরুপ পরিবর্তন আনা হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

১৭ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে দৈনিক দিনকাল সাংবাদিক -শ্রমিক -কর্মচারীদের মানববন্ধন

Update Time : ০৮:২০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

খবর বিজ্ঞপ্তি:

দৈনিক দিনকালের সাংবাদিক কর্মচারীদের বকেয়া বেতন ভাতার দাবিতে আগামী ১১ মে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ দৈনিক দিনকাল কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সাংবাদিক কর্মচারী মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম। দৈনিক দিনকাল সাংবাদিক-শ্রমিক- কর্মচারী সমন্বয় কমিটির আহবায়ক আবুল হোসেন খান মোহনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক দিনকালের সিটি এডিটর আলী মামুদ, সহকারী সম্পাদক জহির চৌধুরী, সিনিয়র সহ সম্পাদক আব্দুস সেলিম, ডিইউজে দিনকাল ইউনিটের ডেপুটি ইউনিট চিফ বাবুল খন্দকার, দৈনিক দিনকাল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, দিনকাল কর্তৃপক্ষ ঈদের আগে সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিলেও গত তিন সপ্তাহেও কোনো উদ্যোগ নেয়া হয়নি। উল্লেখ্য, দৈনিক দিনকালের সাংবাদিক কর্মচারীদের গত একবছর ধরে বেতন ভাতা দেয়া হচ্ছে না। এছাড়া করোনাকালিন সময়ের চার মাসের বেতন ও উৎসব ভাতা বকেয়া রয়েছে। সরকার ২০২২ সালের ২৬ ডিসেম্বর দিনকালের ডিক্লেয়ারেশন বাতিল করে। এরপর প্রেস কাউন্সিলে আবেদনের প্রেক্ষিতে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পত্রিকাটি চালু ছিল। প্রেস কাউন্সিলের রায়ে সরকারের আদেশ বহাল রেখে পত্রিকাটি নিয়মমাফিক প্রকাশের নির্দেশনা দেয়া হয় এবং কর্মরত সাংবাদিক কর্মচারীদের বেতন ভাতা চালিয়ে যেতে বলা হয়। কিন্তু দিনকাল কর্তৃপক্ষ দীর্ঘ একবছর ধরে সাংবাদিক কর্মচারীদের বেতন ভাতা দিচ্ছে না। আবার পাওনাকড়িও পরিশোধ করছে না। এতে বর্তমান দুমূল্যের বাজারে সাংবাদিক কর্মচারীদের পরিবারগুলো মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছে। এমনিতেই দিনকাল সাংবাদিক কর্মচারীদের দেশে চলমান নবম ওয়েজবোর্ডের তুলনায় সামান্য বেতন দেয়া হয়। বিগত ২৭/২৮ বছরে জীবনযাত্রার ব্যয় কমবেশি ১৫ গুণ বাড়লেও এই সময়ের মধ্যে দৈনিক দিনকালের বেতন কাঠামোতে কোনোরুপ পরিবর্তন আনা হয়নি।