Homeজেলা১৩ হাজারে বিক্রি হলো এক ইলিশ

১৩ হাজারে বিক্রি হলো এক ইলিশ

জেলা প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় সাগরে ধরা পরা একটি ইলিশ ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে। মেপে দেখা গেছে মাছটির ওজন আড়াই কেজি।

রোববার সকালে কুয়াকাটা মেয়র মার্কেটের সামির ফিস আড়তে নিলামে মাছটি বিক্রি করা হয়। কেনেন ব্যবসায়ী বসির গাজী। এ সময় বাজারে মাছটি দেখতে উপস্থিত মানুষ ভিড় করেন।

মাছটি শিকার করেন মো, ইদ্রিস। তিনি জানান, রোববার ভোরে কুয়াকাটায় সাগরে জাল ফেলে মাছটি শিকার করেন।

মাছটির ক্রেতা গাজী ফিসের ব্যবস্থাপনা পরিচালক বসির গাজী বলেন, বাজারে নিলামে এতো বড় মাছ দেখে তিনি কিনে নেন। পরে ১৩ হাজার টাকায় তা বিক্রি করে দিয়েছেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মাছ শিকারে সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে সাগরে মাছের উৎপাদন বেড়েছে। প্রতিদিনই বড় বড় সাইজের ইলিশ ধরা পড়ার খবর পাওয়া যাচ্ছে। গভীর সমুদ্র ছাড়াও উপকূলের কাছাকাছিও এখন মাছ পাওয়া যাচ্ছে, এটা খুব খুশির খবর।

RELATED ARTICLES

Most Popular