হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা, গ্রেফতার ২৬০ আনসার

  • Update Time : ০৩:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • / 24

 

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, গাড়ি ভাঙচুরের অভিযোগে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করা আনসার সদস্যদের বিরুদ্ধে তিন থানায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে আড়াই শতাধিক আনসার সদস্যকে।

সোমবার (২৬ আগস্ট) রাজধানীর পল্টন, শাহবাগ ও রমনা থানায় এসব মামলা হয়।

জানা যায়, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর তোপের মুখে সচিবালয় ছেড়ে পালিয়ে যায় অধিকাংশ আনসার সদস্য। তবে গতকাল রাত পর্যন্ত পুলিশ হেফাজতে নেওয়া ২৬০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে শাহবাগ থানায় ৮০, রমনায় ৪৫ ও পল্টন থানায় ১৪৫ জন আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তিন থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, রোববার (২৫ আগস্ট) রাত ৯টা পর্যন্ত সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে সাধারণ আনসার সদস্যরা। পরে সমন্বয়কারীদের আহ্বানে সচিবালয়ে তাদের উদ্ধারে আসে শিক্ষার্থীরা।

এ সময় সচিবালয়ের দুই ও তিন নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যরা হামলা করে। শিক্ষার্থীদের অভিযোগ তাদের ওপর আন্দোলনকারী লাঠিচার্জ ও গুলিবর্ষণ করেছে।

পরে সচিবালয় এলাকা চারদিক থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঘিরে ফেলে। অতিরিক্ত পুলিশ সদস্য, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা সহযোগিতা করে অধিকাংশ আনসার সদস্যকে পালাতে সহযোগিতা করেন। পালানোর সময় বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে হামলা ও মারধর শিকার হয় আনসার সদস্যরা।

এসময় পুলিশ হেফাজতে নেওয়া হয় তিন শতাধিক আনসার সদস্যকে। তাদের শাহবাগ, রমনা, পল্টন ও মতিঝিলসহ আশপাশের থানায় নিয়ে যাওয়া হয়। রাত আড়াইটা পর্যন্ত সচিবালয় গেট থেকে আটক আনসার সদস্যদের পুলিশের প্রিয়জনভ্যানে করে বিভিন্ন থানায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো. সারোয়ার জাহান বলেন, গতকাল রাত পর্যন্ত ২৬০ জন আন্দোলনরত সাধারণ আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।

পুলিশের একটি সূত্র জানায়, রাতে পল্টন শাহবাগসহ আশপাশের এলাকায় দাবি আদায়ের আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আনসার সদস্যদের আটক করতে অভিযান চালিয়েছে পুলিশ। এসব এলাকা থেকেও বেশ কিছু আনসার সদস্যকে আটক করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা, গ্রেফতার ২৬০ আনসার

Update Time : ০৩:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

 

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, গাড়ি ভাঙচুরের অভিযোগে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করা আনসার সদস্যদের বিরুদ্ধে তিন থানায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে আড়াই শতাধিক আনসার সদস্যকে।

সোমবার (২৬ আগস্ট) রাজধানীর পল্টন, শাহবাগ ও রমনা থানায় এসব মামলা হয়।

জানা যায়, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর তোপের মুখে সচিবালয় ছেড়ে পালিয়ে যায় অধিকাংশ আনসার সদস্য। তবে গতকাল রাত পর্যন্ত পুলিশ হেফাজতে নেওয়া ২৬০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে শাহবাগ থানায় ৮০, রমনায় ৪৫ ও পল্টন থানায় ১৪৫ জন আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তিন থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, রোববার (২৫ আগস্ট) রাত ৯টা পর্যন্ত সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে সাধারণ আনসার সদস্যরা। পরে সমন্বয়কারীদের আহ্বানে সচিবালয়ে তাদের উদ্ধারে আসে শিক্ষার্থীরা।

এ সময় সচিবালয়ের দুই ও তিন নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যরা হামলা করে। শিক্ষার্থীদের অভিযোগ তাদের ওপর আন্দোলনকারী লাঠিচার্জ ও গুলিবর্ষণ করেছে।

পরে সচিবালয় এলাকা চারদিক থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঘিরে ফেলে। অতিরিক্ত পুলিশ সদস্য, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা সহযোগিতা করে অধিকাংশ আনসার সদস্যকে পালাতে সহযোগিতা করেন। পালানোর সময় বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে হামলা ও মারধর শিকার হয় আনসার সদস্যরা।

এসময় পুলিশ হেফাজতে নেওয়া হয় তিন শতাধিক আনসার সদস্যকে। তাদের শাহবাগ, রমনা, পল্টন ও মতিঝিলসহ আশপাশের থানায় নিয়ে যাওয়া হয়। রাত আড়াইটা পর্যন্ত সচিবালয় গেট থেকে আটক আনসার সদস্যদের পুলিশের প্রিয়জনভ্যানে করে বিভিন্ন থানায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো. সারোয়ার জাহান বলেন, গতকাল রাত পর্যন্ত ২৬০ জন আন্দোলনরত সাধারণ আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।

পুলিশের একটি সূত্র জানায়, রাতে পল্টন শাহবাগসহ আশপাশের এলাকায় দাবি আদায়ের আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আনসার সদস্যদের আটক করতে অভিযান চালিয়েছে পুলিশ। এসব এলাকা থেকেও বেশ কিছু আনসার সদস্যকে আটক করা হয়।