হরিপুরে বিলের পানিতে ডুবে দুই ছাত্রের মৃত্যু
- Update Time : ০৭:৫২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / 222
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ২৮ জুন রবিবার দুপুরে বিলে গোসল করতে গিয়ে দুই ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।
.
মৃত ছাত্র হামিদুর(১৫) উপজেলার রনহট্টা গ্রামের আলম দর্জির ছেলে ও মৃত রহিত (১২) নারগুন গ্রামের সোহাগ হোসেনের ছেলে।
.
হামিদুর চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাশ করেছে এবং রহিত ঐ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। স্থানীয়রা রবিবার বিকালে উপজেলার গন্দর ব্রীজ বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শী মতে দুপুরে দশ বারজন বন্ধু মিলে গন্দর ব্রীজ এলাকায় ফুটবল খেলছিল।
.
খেলা শেষে হামিদুর ও রহিতসহ পাঁচজন একসংগে গোসল করার জন্য বিলের পানিতে ঝাপ দেয়। পানির স্রোতের বেগে হামিদুর পানিতে ডুবে যায় এবং রহিত পানির গভীরে নিখোঁজ হয়। খোঁজাখুজির কিছুক্ষণ পর হামিদুরের মরদেহ ভেসে উঠে। কিন্তু রহিতকে পাওয়া যায়নি।
.
পরে স্থানীয়রা প্রায় দুই ঘন্টা যাবৎ চেষ্টা চালিয়ে বিকাল ৪ টায় রহিতের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মুনিরুজ্জামান মনির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Tag :