স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ৭ প্রতিমন্ত্রী

  • Update Time : ০২:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • / 201

সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ৭ প্রতিমন্ত্রী। শনিবার (২ মার্চ) সকাল এগারোটায় সাভার স্মৃতিসৌধে পৌঁছান তারা। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি।

শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ৭ প্রতিমন্ত্রী। পরে বেলা বারোটায় ঢাকার উদ্দেশে রওনা করেন তারা। প্রতিমন্ত্রীদের আগমনকে ঘিরে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এ সময় কড়া নিরাপত্তাব্যবস্থা ছিল।

এর আগে, আজ সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নতুন ৭ প্রতিমন্ত্রী। এ সময় তারা নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।

প্রসঙ্গত, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় গতকাল শুক্রবার যুক্ত হয়েছেন আরও ৭ সদস্য। এদের মধ্যে নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকারকে পরিকল্পনা মন্ত্রণালয়, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, চট্টগ্রাম-১৪ আসনের এমপি নজরুল ইসলাম চৌধুরীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বেগম রোকেয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহারকে শিক্ষা মন্ত্রণালয়, সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ও পরিকল্পনা অর্থ বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খানকে অর্থ মন্ত্রণালয় এবং সংরক্ষিত নারী আসনের এমপি ও শহীদ কর্নেল নাজমুল হুদার মেয়ে বেগম নাহিদ ইজাহার খানকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ৭ প্রতিমন্ত্রী

Update Time : ০২:২৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ৭ প্রতিমন্ত্রী। শনিবার (২ মার্চ) সকাল এগারোটায় সাভার স্মৃতিসৌধে পৌঁছান তারা। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি।

শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ৭ প্রতিমন্ত্রী। পরে বেলা বারোটায় ঢাকার উদ্দেশে রওনা করেন তারা। প্রতিমন্ত্রীদের আগমনকে ঘিরে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এ সময় কড়া নিরাপত্তাব্যবস্থা ছিল।

এর আগে, আজ সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নতুন ৭ প্রতিমন্ত্রী। এ সময় তারা নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।

প্রসঙ্গত, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় গতকাল শুক্রবার যুক্ত হয়েছেন আরও ৭ সদস্য। এদের মধ্যে নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকারকে পরিকল্পনা মন্ত্রণালয়, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, চট্টগ্রাম-১৪ আসনের এমপি নজরুল ইসলাম চৌধুরীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বেগম রোকেয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহারকে শিক্ষা মন্ত্রণালয়, সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ও পরিকল্পনা অর্থ বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খানকে অর্থ মন্ত্রণালয় এবং সংরক্ষিত নারী আসনের এমপি ও শহীদ কর্নেল নাজমুল হুদার মেয়ে বেগম নাহিদ ইজাহার খানকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।