গণটিকাদান কর্মসূচিতে পরিবর্তন
- Update Time : ১২:৩১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / 186
নিজস্ব প্রতিবেদক:
টিকা ঘাটতি ও সংরক্ষণ জটিলতায় গণটিকা কার্যক্রমে পরিবর্তন এনেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ক্যাম্পেইনের আওতায় আপাতত বৃদ্ধ, নারী, প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে একদিন (৭ আগস্ট) টিকা দেওয়া হবে। তারপর ৭ দিন বন্ধ থাকার পর আবার ১৪ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত টানা গণহারে টিকা কার্যক্রম চলবে। তবে চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।
এর আগে গণহারে টিকা কার্যক্রম পরিচালনায় ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ৬ দিনের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়েছিলো।
Tag :
গণটিকাদান