স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় আ.লীগ নেতা শেখ আতিকুর রহমান সুমনের শুভেচ্ছা
- Update Time : ১২:২২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / 121
২৬ শে মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির অন্যতম সদস্য শেখ আতিকুর রহমান সুমন।
আতিকুর রহমান সুমন বলেন,স্বাধীনতা দিবসের তাৎপর্য অপরিসীম। এই দিনটি আমাদের জন্য একই সঙ্গে আনন্দ—বেদনার অনুভূতি জাগায়। একদিকে স্বজন হারানোর কষ্ট অন্যদিকে প্রাপ্তির আনন্দ। তবে শেষ পর্যন্ত সর্বস্ব হারিয়েও স্বাধীনতা প্রাপ্তির অপার আনন্দই বড় হয়ে ওঠে প্রতিটি বাঙালির কাছে। গৌরবোজ্জ্বল এই দিনটি প্রতি বছর আমাদেরকে আত্মত্যাগ ও আত্মপরিচয়ের কথা স্মরণ করিয়ে দেয় এবং সেই সাথে মনে করিয়ে দেয় দেশের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। সকল প্রকার বিভক্তি ভুলে একতাবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও দিকনির্দেশনা প্রদান করে এই দিনটি।
তিনি আরো বলেন,নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে। মহান মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, আমাদের অহংকার। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের বির্নিমাণে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে।