সোশ্যাল ইসলামী ব্যাংকের ইসি মিটিং অনুষ্ঠিত
- Update Time : ০৫:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
- / 23
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর এক্সিকিউটিভ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মাকসুদা বেগম।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান সহ প্রমুখ।
সভায় ব্যাংকের ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম বলেন, ‘ব্যাংকের বর্তমান অবস্থায় গ্রাহকের আস্থা ও বিশ্বাস রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমানে ব্যাংকে যে সংকট রয়েছে তা কাটিয়ে উঠতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।’
বর্তমান চ্যালেঞ্জিং সময়ে সম্মানিত গ্রাহকদেরকে আরেকটু ধৈর্য ধরে ব্যাংকের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংকে গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত।