সেন্টমার্টিনে দ্বীপে পণ্য যাচ্ছে বিকল্প পথে
- Update Time : ০৮:৫১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
- / 30
কক্সবাজার প্রতিনিধি :
গত ৭দিন মিয়ানমার থেকে ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি চালানোর কারণে কক্সবারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যান চলাচল বন্ধ রয়েছে। যার ফলে খাদ্য সংকটে পড়েছে দ্বীপের প্রায় ১০ হাজার বাসিন্দা।
তবে বৃহস্পতিবার (১৩ জুন) থেকে বিকল্প পথ কক্সবাজার থেকে বঙ্গোপসাগর হয়ে ট্রলারে করে পণ্য যাচ্ছে সেন্টমার্টিন। এছাড়া টেকনাফের শাহপরীরদ্বীপ হয়ে নতুন চ্যানেলে কোস্টগার্ডের নিরাপত্তায় সীমিত সংখ্যক যাত্রী আসা-যাওয়া করা শুরু করেছে।
গত বুধবার (১২জুন) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসন এমনটি জানিয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন,‘সম্প্রতি মিয়ানমার থেকে ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি চালানোর কারণে ৭দিন ধরে এ নৌপথে যান চলাচল বন্ধ রয়েছে। বঙ্গোপসাগর হয়ে শাহপরীরদ্বীপ থেকে সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার বিকল্প পথ নিয়ে গত রবিবার আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করা হয়েছিল।
বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলকে অবহিত করা হয়েছে। এখন সেন্টমার্টিনে পণ্য পাঠানোর জন্য আমাদের বঙ্গোপসাগরই ভরসা। আশা করি কক্সবাজার দিয়েই দ্বীপের বাসিন্দাদের জন্য পণ্য পাঠানো ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে দ্বীপের বাসিন্দাদের যাতায়ত এবং খাদ্যসামগ্রী পাঠানো ব্যবস্থা গ্রহণ করা হয়।